ইউরোপের এই উন্নত দেশে প্রচলিত ভগবান রামের নামে মুদ্রা, জানুন অবাক করা তথ্য

Published On:

রামায়ণ (Ramayana) পৃথিবীর অন্যতম প্রাচীন মহাকাব্য। সংস্কৃত ভাষার গন্ডি ছাড়িয়ে অন্যান্য ভারতীয় ভাষায় বার বার অনূদিত হয়েছে এই মহাকাব্য। এমনকি বালি সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একগুচ্ছ দেশের সংস্কৃতি রামায়ণ ও রামচন্দ্র প্রভাবিত৷ এমনকি রামের নামে আছে মুদ্রাও।

 

 

তবে ভারত বা এশিয়ার কোনো দেশ নয়, ভগবান রামের নামে মুদ্রা প্রচলিত আছে ইউরোপের উন্নত দেশ নেদারল্যান্ডস্ -এ। শুধু রামের নামেই নয় এই নোটে রয়েছে রামের ছবিও। আসুন জেনে নি এই মুদ্রা সম্পর্কে অবাক করা তথ্য

  • ২০০২ সালে মহর্ষি মহেশ যোগী এই দেশে ভগবান রামের ছবি সম্বলিত এই নোট প্রচলন করেন।
  • ১ রাম মুদ্রা ১০ ইউরোর সমান। এক ইউরো ভারতীয় মূল্যে ৮৬ টাকার কিছু বেশি। অর্থাৎ ১ রাম ভারতীয় টাকায় প্রায় ৮৬০ টাকা।
  • নেদারল্যান্ডসের ৩০ টি শহরে এই মুদ্রা প্রচলিত আছে। ২০০৩ সালে ডাচ সেন্ট্রাল ব্যাংক স্পষ্ট বলেছিল যে এই মুদ্রা কোনো বিধি উলঙ্ঘন করে না।
  • শুধুমাত্র ১,৫ ও ১০ রাম পাওয়া যায়। অর্থাৎ সর্বোচ্চ ১০ রাম সংগ্রহ করতে গেল আপনার ৮৬০০ টাকা খরচ করতে হবে৷
  • রাম মুদ্রায় বিশ্ব শান্তি দেশ ও নেদারল্যান্ডস শব্দ খোদাই করা রয়েছে।

প্রসঙ্গত, অনেকেই গুজব ছড়াচ্ছেন রাম পৃথিবীর সবচেয়ে দামী মুদ্রা৷ কিন্তু বিভিন্ন তথ্য ও সূত্র থেজে জানা যাচ্ছে এই খবরটি সঠিক নয়। তবে সূদুর পশ্চিমে পুরষোত্তম শ্রী রামচন্দ্রের নামে মুদ্রা প্রচলিত, এই সংবাদে ভারতীয় হিসাবে গর্ব করাই যায়।

 

X