দুর্দান্ত লড়াই করেও হার ফাইনালে, কুস্তিতে ভারতকে রূপো এনে দিলেন রবি কুমার

বাংলা হান্ট ডেস্কঃ তার থেকে আর মাত্র একটা জয় চাইছিল গোটা ভারত। ২০০৮ সালে অভিনব বিন্দ্রার পর ১৩ বছরের স্বর্ণপদকের খরা কেটে যেত একটা জয় এলেই। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন জর উগুয়েভের সামনে শেষ পর্যন্ত আর পারলেন না তিনি। যদিও মরিয়া লড়াই দিতে একটুও কার্পণ্য করেননি রবি কুমার। আজ প্রথম থেকেই চূড়ান্ত ফর্মে ছিলেন তার প্রতিপক্ষ। উগুয়েভের আক্রমণের সামনে প্রথম থেকেই বেশ কিছুটা পিছিয়ে পড়েছিলেন তিনি।

উগুয়েভের প্যাঁচের সামনে প্রথম রাউন্ডেই ২-৪ ব্যবধানে ব্যাকফুটে চলে যান ভারতীয় মল্লযোদ্ধা। যদিও ভালো লড়াই দিয়েছিলেন রবি কুমারও। কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকে কৌশল কিছুটা বদলে ফেলেন উগুয়েভ। আর তাতেই কার্যসিদ্ধি করে নেন এই রাশিয়ান কুস্তিগীর। আশা ছিল শেষে সেমি ফাইনালের মতই কোন একটা চমক দেবেন রবি। কিন্তু এই ম্যাচে তা আর সম্ভব হয়নি। ফলতো শেষ পর্যন্ত ৭-৪ ব্যবধানে হেরে যান ভারতকে স্বপ্ন দেখানো এই কুস্তিগীর।

অবশ্য স্বর্ণপদকের খরা না কাটলেও মীরাবাঈ চানুর পর রবির হাত ধরেই অলিম্পিকসের দ্বিতীয় রুপো দখল করে নিল ভারত। রবির এই পদকের ফলে অলিম্পিকের কুস্তি বিভাগে ভারতের ঝুলিতে এল মোট সাতটি পদক। সূর্যোদয়ের দেশে নতুন রবির উদয় বোধহয় বলাই যায় এই ঘটনাকে।

ইতিমধ্যেই এই কৃতি খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটারে তিনি লিখেন “রবিকুমার দাহিয়া একজন অসামান্য কুস্তিগীর। তার ফাইটিং স্পিরিট এবং দৃঢ় মানসিকতা সত্যিই অসাধারণ। তাকে রৌপ্য পদক জয়ের অনেক শুভেচ্ছা জানাই।”

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর