সিঙ্গুর আন্দোলনের পুরোধা মাস্টারমশাই রবীন্দ্রনাথও যোগ দিচ্ছেন বিজেপিতে! ফের বড় ধাক্কা তৃণমূলে

বাংলা হান্ট ডেস্কঃ আবারও বড়সড় ধাক্কার মুখে তৃণমূল। এবার সিঙ্গুরের মাস্টারমশাই নামে বিখ্যাত তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য আজ যোগ দিচ্ছেন বিজেপিতে। এমনকি বিজেপি ওনাকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে পারে বলে সুত্রের খবর। সিঙ্গুরের মাস্টারমশাইয়ের বিজেপি যোগ তৃণমূলের জন্য অশনি সঙ্কেত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

rabindranath bhattacharya

প্রসঙ্গত, সিঙ্গুরের আন্দোলনের প্রধান মুখ ছিলেন মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য আর বেচারাম মান্না। দুজনেই তৃণমূলের বড় মাপের নেতা। তবে সিঙ্গুর আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়া এই দুই নেতার মধ্যে সম্প্রতি অনেক মতোবিরোধও দেখা গিয়েছিল। হুগলির এই দুই বিধায়কের কোন্দল অনেকবারই জনসমক্ষে উঠে এসেছিল। তবে এবার বেচারাম মান্নাকে দলের তরফ থেকে টিকিট দেওয়া হলেও, টিকিট পাননি মাস্টারমশাই। আর তিনি আগেই বলেছিলেন যে, টিকিট না পেলে নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবেন।

mla becharam
বেচারাম মান্না

মাস খানেক আগে হুগলিতে একটি জনসভা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই জনসভার পর তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, শুভেন্দু দা যদি ডাকে আমি অবশ্যই বিজেপিতে যাব। আমি ওনার হাত ধরে বিজেপিতে যোগ দেব। তখন থেকেই মৃদু জল্পনা উঠেছিল যে রবীন্দ্রনাথবাবুও বিজেপিতে যোগ দিতে পারেন। আর আজ সেই জল্পনার অবসান হতে চলেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর