দলকে না জানিয়ে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক? অভিষেক কড়া বার্তা দিতেই রচনা বললেন…

Published on:

Published on:

Rachana Banerjee Breaks Silence After TMC Directive Row
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দলের মতামত না নিয়ে কোনও পদক্ষেপ নয়, এই নীতিতেই অনড় তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, সম্প্রতি দিল্লিতে সাংসদদের সঙ্গে বৈঠকে এই বিষয়টি স্পষ্ট করে দেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ উঠেছিল, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) দলকে না জানিয়ে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন। সেই বিষয়টিকেই কেন্দ্র করে তৈরি হয় অস্বস্তি।

রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রথম প্রকাশ্যে মুখ খুললেন রচনা (Rachana Banerjee)

রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। সাংবাদিকদের তিনি বলেন, “দলের নির্দেশ যেটা হবে সেটাই আমাদের পালন করতে হবে। বিধানসভা বা লোকসভায় যদি কোনও সমস্যা হয়, সেই ক্ষেত্রে দিদিকে বা অভিষেককে মেইল করা উচিত। সেটাই আমরা করব। যেটা অভিষেক বলেছেন, সেটাই আমরা মানব। সব সাংসদকেই এই নির্দেশ দেওয়া হয়েছে।”

নিজের ভুল নিয়ে রচনা বললেন…

ভুলভ্রান্তি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন হুগলির সাংসদ। রচনা (Rachana Banerjee) বলেন, “ভুল তো সবার মধ্যেই হয়। কীর্তি দাও একটা ভুল করে ফেলেছেন, সেটা থেকে সবাই সজাগ হয়ে গিয়েছে। আমরা যদি কখনও কোনও ভুল করে থাকি, সেটা জেনে করি না।”

কেন রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন রচনা?

রেলমন্ত্রীর সঙ্গে কেন দেখা করতে চেয়েছিলেন, সেই প্রশ্নেরও ব্যাখ্যা দেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। তিনি জানান, তাঁর সংসদীয় এলাকা ধনেখালি বিধানসভায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ সেখানে যাতায়াত করবেন। পাশাপাশি বাইরে থেকে আসা মানুষের সংখ্যাও অনেক বেশি হবে।

Rachana Banerjee says The sword of Goddess Kali fits in the hands of the Chief Minister

আরও পড়ুনঃ আদিবাসী মহিলাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই রেলমন্ত্রীর কাছে বিমানের সংখ্যা বাড়ানোর আবেদন জানাতে চেয়েছিলেন তিনি। রচনা (Rachana Banerjee) জানান, এই দাবি শুধু তাঁর ব্যক্তিগত নয়, বহু মানুষই এই অনুরোধ জানিয়েছেন। বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি কথা বলেছেন বলেই জানান হুগলির সাংসদ। সব মিলিয়ে দলীয় নির্দেশ, ভুলের স্বীকারোক্তি এবং বৈঠকের কারণ, তিনটি বিষয়েই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।