‘হ্যাঁ আমার অভিজিতের…’, ভোটের আগেই ফাঁস ভেতরকার খবর, রচনার কথায় শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের (Trinamool Congress) বড় চমক দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। হুগলি থেকে শাসকদলের টিকিটে প্রার্থী হয়েছেন তিনি। তবে প্রথমে নাকি তার এই কেন্দ্র থেকে লড়ার কথা ছিল না। শুরুতে শোনা গিয়েছিল, রচনাকে তমলুক বা কাঁথি থেকে প্রার্থী করার কথা ভেবেছিল তৃণমূল। যদিও পরে তা আর হয়নি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রথমে অন্য কেন্দ্রে প্রার্থী হওয়ার গুঞ্জনে শীলমোহর দিলেন রচনা। তৃণমূলের এই তারকা প্রার্থীকে প্রশ্ন করা হয়, ‘আপনার তো আগে তমলুক থেকে দাঁড়ানোর কথা ছিল’? উত্তরে রচনা বলেন, ‘কাঁথি, তমলুক আর হুগলি এই তিনটি কেন্দ্র নিয়ে কথা চলছিল। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ই এই আসন ঠিক করে দিয়েছেন’।

পাশাপাশি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) বিরুদ্ধে তাকে তমলুক থেকে প্রার্থী করার বিষয়ে রচনা বলেন, প্রথম দিকে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে দাঁড় করানোর কথা ভাবা হয়েছিল। তাহলে তমলুক থেকে কী তিনি নিজেই দাঁড়াতে চাননি? এই প্রশ্ন উঠতেই রচনার স্পষ্ট উত্তর, ‘না না আমি কিছুই করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তুমি হুগলি যাও, আমি তাই গেলাম। দিদি যা বলেছেন তাই হয়েছে’।

আসন্ন লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের বাজি রচনা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে যুযুধান প্রতিপক্ষ বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ভোটের আবহে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। আর এরই মধ্যে প্রথমবার ভোট ময়দানে নেমে ইতিমধ্যেই একাধিকবার বিতর্কে জড়িয়েছেন রচনা।

rachana tmc 2

আরও পড়ুন: ৫ বছর বিনামূল্যে রেশন, চিকিৎসা! পয়লা বৈশাখে ইস্তেহার প্রকাশ করে বিরাট চমক BJP-র

কখনও ধোঁয়াই ধোঁয়া, তো কখনও সবুজ ঘাস, গাছ-পালা খাওয়া গরুর দুধের দই। যা নিয়ে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে মিমে। যদিও তাতে ডোন্ট কেয়ার মনোভাব রচনার। নেত্রী বলেন, ‘আমি বাইরের মানুষের কথা গায়ে মাখি না। যারা ভুলভাল কথা লেখেন বা বলেন আমি মনে করি তাদের মনুষ্যত্ব কম। আমি কর্মে বিশ্বাসী।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর