বাংলা হান্ট ডেস্কঃ কালীপুজোর আবহে ফের রাজনৈতিক তাপমাত্রা চড়ল বাংলায়। সোমবার নন্দীগ্রামে একাধিক কালীপুজোর উদ্বোধনে গিয়ে নারী সুরক্ষা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গিয়েছে। কোনও বোন, কোনও কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়্গটাও লাগবে।”
শুভেন্দু আরও বলেন, “মা দুর্গার কাছেও প্রার্থনা করেছিলাম, মা তোমার ত্রিশূলটা দাও। তিলোত্তমা থেকে দুর্গাপুর মেডিক্যাল কলেজ, আমাদের কোনও বোন, কোনও মেয়ে সুরক্ষিত নয়। মা দুর্গার ত্রিশূল আর মা কালীর খড়্গটা লাগবে এই ধর্ষকদের শেষ করার জন্য। এই প্রার্থনাই মায়ের কাছে করছি।”
‘মেয়েদের সুরক্ষিত রাখতে ব্যর্থ সরকার’, তোপ শুভেন্দুর তোপ
রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে শুভেন্দুর অভিযোগ, “মা আমাদের শক্তি দিক, যাতে আমরা নারী সুরক্ষা দিতে পারি। কন্যাদের সুরক্ষা দিতে পারি। মেয়েদের সুরক্ষার দায়িত্ব যদি তাঁরা নিজেরাই নেন, তাহলে আমরা আছি কী করতে? সরকার আছে কী করতে? ভারতকে আমরা মাতা বলি। কন্যা আমাদের রত্ন। তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের।”
বিরোধী নেতার এই বক্তব্য ঘিরে চড়ছে বিতর্কের পারদ। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তর্ক-বিতর্ক— নারী সুরক্ষার ইস্যুতে শুভেন্দুর এই বার্তা কি নির্বাচনের আগাম প্রস্তুতি?
‘মায়ের খড়্গ একজনের হাতেই মানায়’ দাবি রচনার (Rachana Banerjee)
এই মন্তব্যের পরই মুখ খোলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। শুভেন্দুর বক্তব্যের জবাবে তিনি বলেন, “মায়ের খড়্গ একজনের হাতেই মানায়, সেটা হল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” এদিন রচনার মন্তব্যে স্পষ্ট যে তিনি রাজ্যের নারী সুরক্ষা, সামাজিক সুরক্ষা এবং প্রশাসনিক দায়বদ্ধতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ‘মায়ের প্রতীক’ হিসেবে তুলে ধরতে চাইছেন তিনি।
আরও পড়ুনঃ ‘মুছে যাক হিংসা-বিদ্বেষ’, বাড়িতে কালীপুজো করে কী প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা?
কালীপুজোর পবিত্র দিনে দুই পক্ষের এই বক্তব্য ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। একদিকে শুভেন্দুর ‘মায়ের খড়্গ’ দিয়ে ধর্ষক নিধনের ডাক, অন্যদিকে রচনার (Rachana Banerjee) ‘মায়ের খড়্গ মুখ্যমন্ত্রীর হাতেই মানায়’ মন্তব্যে উৎসবের মাঝেই ফের সরগরম রাজ্য রাজনীতি