বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার নক্ষত্র পতন হয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতে। অমৃতলোকে যাত্রা করেছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। মাত্র ৫৭ বছর বয়সে তাঁর এভাবে চলে যাওয়াটা মানতে পারছেন না অনেকেই। পুরনো স্মৃতি মনে করে হাউহাউ করে কাঁদতে দেখা গিয়েছে ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের। দাদাকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও (Rachana Banerjee)।
গত বছরেই ব্যক্তিগত জীবনে বড় ঝড় বয়ে গিয়েছে তাঁর। নিজের বাবাকে হারিয়েছিলেন রচনা। একটু একটু করে সামলে উঠছিলেন। এর মধ্যে আরো একটা ধাক্কা। অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু সংবাদ মেনে নিতে পারছেন না রচনা। ‘মিঠু’দা তাঁর আপন দাদা না হলেও দাদা বোনের সম্পর্কই ছিল তাঁদের মধ্যে।
অভিনেতার মরদেহের সামনে ভেঙে পড়েছিলেন রচনা। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দাদার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। নতুন পুরনো মিলিয়ে চারটি ছবি শেয়ার করেছেন রচনা। অভিনেত্রী লিখেছেন, ‘কোথায় তুমি চলে গেলে… এখনো অনেক কথা বাকি রয়ে গেল যে দাদা!’
অভিনয়ের দৌলতেই অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয়েছিল রচনার। রক্তের সম্পর্কের ভাই বোনের থেকে কিছু কম ছিলেন না তাঁরা। প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গেও খুব ভাল সম্পর্ক ছিল রচনার। এই শোক সামলে উঠতে পারছেন না অভিনেত্রী।
গত কয়েকদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক। মঙ্গলবার শুটিংয়ের সময়েই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ফুড পয়জনিং এর শিকার হয়ে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ অবস্থাতেই বেশ কিছুক্ষণ শুটিং করার পরে বাড়িতে পৌঁছে দেওয়া হয় তাঁকে।
কিন্তু বুধবার আবারো ‘ইসমার্ট জোড়ি’র শুটিংয়ে আসেন অভিষেক। শুটিং চলাকালীনই আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিষেক। তাঁর রক্তচাপ কমে দাঁড়ায় ৮০ তে। তড়িঘড়ি ব্ল্যাক কফি খাওয়ানো হয় অভিনেতাকে। দুপুরে শুটিং থেকে বাড়ি ফেরেন তিনি। বাড়িতে ফিরেও অসুস্থতার ভাব যায়নি তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়া না হলেও চলছিল স্যালাইন। মনে করা হচ্ছে, শুটিং চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিষেক।