চলন্ত লঞ্চের উপরেই ইংরেজি গানের তালে নাচলেন রচনা, উন্মুক্ত কোমরের ঝটকায় পারদ চড়ল নেটপাড়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কিছুদিন আগেই ৪৬ এ পা দিয়েছেন অভিনেত্রী রচনা ব‍্যানার্জি (rachana banerjee)। জমকালো বার্থডে পার্টির জন‍্য সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি। ‘চামেলী’র সাজে সেজে মোহময়ী রূপে জন্মদিনের রাতে ধরা দিয়েছিলেন রচনা।

এবার একটি নাচের ভিডিও শেয়ার করেছেন রচনা। লঞ্চের উপর ইংরেজি গানের তালে চুটিয়ে কোমর দোলাতে দেখা গেল অভিনেত্রীকে। রচনা যে নাচে অত‍্যন্ত দক্ষ তার প্রমাণ বহুবারই মিলেছে। দিদি নং ওয়ানের মঞ্চেও প্রতিযোগী ও অতিথিদের সঙ্গে গানের তালে পা মেলাতে দেখা যায় রচনাকে।


পাশাপাশি বেশ কিছু ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রচনা। ইকো পার্কে শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই শুটের ফাঁকে কিছুক্ষণ একান্তে সময় কাটান তিনি। এদিন রচনাল পরনে ছিল ওয়েস্টার্ন পোশাক। সাদা ডেনিম ও সাদা ক্রপ শার্টে অসাধারন দেখাচ্ছিল তাঁকে। সেই সব ছবিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CI8IdVThYgB/?igshid=guq5rucbkmym

সম্প্রতি শীতের মিঠে রোদ গায়ে মেখে খোলা হাওয়ায় চুল ওড়াতে দেখা যায় রচনাকে। গাড়িতে যেতে যেতে খোলা জানলা দিয়ে আসা হাওয়ায় উড়ছে চুল, হালকা মেকআপে মিষ্টি হাসি নিয়ে ক‍্যামেরাবন্দি হন রচনা।

https://www.instagram.com/p/CI1_B09hNVO/?igshid=1u1sqi00fev7y

এর আগে মেরুন রঙের শাড়ি, সবুজ ব্লাউজ, মাথার খোপায় হলুদ ও কমলা রঙের গাঁদার মালা লাগিয়ে ‘চামেলী’ রূপে নিজের জন্মদিনের পার্টি মাত করেন ‘দিদি নং ১’ রচনা। পার্টিতে বিশেষ আকর্ষণ ছিল অভিনেত্রীর নাচ। সুপারহিট হিন্দি গান ‘মানালি ট্রেন্স’ এর তালে উদ্দাম নাচতে দেখা যায় রচনাকে।

https://www.instagram.com/p/CIyfTVGhGdl/?igshid=10bf4we7dp869

গানের তালে দুরন্ত শরীরী হিল্লোল, পেলব কোমরের ঝটকায় রচনার দিক থেকে চোখ ফেরানো মুশকিল। তিনি যে নাচে অত‍্যন্ত পারদর্শী তা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। দিদি নং ওয়ান সহ বহু বারই তাঁর নাচের দক্ষতার প্রমাণ পাওয়া গিয়েছে।

অভিনেত্রী যে ৪৬ এ পড়লেন তা তাঁর নাচ দেখে কারোরই বলার উপায় নেই। নেটিজেনরা অবাক হয়ে যান রচনাকে এই রূপে দেখে। বলা বাহুল‍্য তাঁর ভিডিওটিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই হু হু করে ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, এক সময় বাংলা সহ ওড়িয়া ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রীতিমতো রাজত্ব করেছেন রচনা ব‍্যানার্জি। তবে এখন খুব বেছেবুছেই বাংলা ছবি করতে দেখা যায় তাঁকে। কিন্তু বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নং ১ যেন রচনাকে ছাড়া ভাবাই যায় না।

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

X