বাংলাহান্ট ডেস্ক : ‘ডিভোর্সি’ বাবা মায়ের ছেলের তকমা পড়ুক তা চাননি। তাই মনোমালিন্য সত্ত্বেও স্বামী প্রবালের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেননি রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। ছেলেকে একা মানুষ করলেও সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন স্বামীর সঙ্গে। তবে ইদানিং দুজনের মধ্যে দূরত্ব অনেকটাই কমে এসেছে। সম্প্রতি স্বামীর জন্মদিন উদযাপনেও উপস্থিত ছিলেন রচনা এবং ছেলে প্রণীল। সেখানেই ছেলেকে শ্যাম্পেন খাওয়াতে দেখা গেল রচনার (Rachna Banerjee) স্বামীকে।
ছেলেকে শাসনে রেখেই বড় করেছেন রচনা (Rachna Banerjee)
সবেমাত্র ১৮ তে পা দিয়েছে প্রণীল। ছেলেকে যথেষ্ট কড়া শাসনেই রাখেন রচনা (Rachna Banerjee)। ছেলের জন্য নিজের কেরিয়ার থেকেও একটা সময় দূরে ছিলেন তিনি। প্রণীলের জন্য চিন্তার কথা দিদি নাম্বার ওয়ানেও একাধিক বার প্রকাশ করতে দেখা গিয়েছে রচনাকে (Rachna Banerjee)। ছেলেকে আদরে এবং শাসনেই বড় করেছেন তিনি।

ছেলেকে শ্যাম্পেন খাওয়ালেন রচনার স্বামী: সম্প্রতি রচনার (Rachna Banerjee) স্বামীর জন্মদিন সেলিব্রেশনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, জন্মদও কেক কেটেই বন্ধুদের জোরাজুরিতে শ্যাম্পেনের বোতল খোলেন প্রবাল। তারপর প্রথম ঢোঁকটা খাওয়ান ছেলে প্রণীলকেই। পাশেই ছিলেন রচনা (Rachna Banerjee), কিন্তু তাঁর অভিব্যক্তি দেখা যায়নি।
আরও পড়ুন : সূর্য নমস্কারের নামে হিন্দু ছাত্রদের নমাজ পড়া শেখানো! অভিযোগের পরেই বরখাস্ত সরকারি স্কুল শিক্ষক
কী প্রতিক্রিয়া নেটিজেনদের: ভিডিও ভাইরাল হতে অনেকেই কটাক্ষ করেছেন, ১৮ বছর হতেই ছেলেকে মদ্যপান করানোর জন্য। উপরন্তু সেখানে উপস্থিত থেকেও রচনা (Rachna Banerjee) কোনও প্রতিক্রিয়া না দেওয়াও অনেকের নজর কেড়েছে। এ বিষয়ে কোনও মন্তব্যই এখনও করেননি সাংসদ।
আরও পড়ুন : নিশ্চিন্তে ঘুরুন কৃষ্ণনগর-চন্দননগর, জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন ঘোষণা রেলের
প্রসঙ্গত, রচনা নিজেই একাধিক বার জানিয়েছেন, ছেলের মুখ চেয়েই খাতায় কলমে বিচ্ছিন্ন হননি তাঁরা। বাবা মা দুজনেরই ভালোবাসা প্রণীলকে দিতে চেয়েছিলেন তাঁরা। ছেলেকে নিয়ে রচনা আলাদা থাকলেও প্রায়ই স্বামীর সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাঁকে।













