সঞ্চালনাই ‘টার্নিং পয়েন্ট’, অভিনয় যা দেয়নি তা দিয়েছে দিদি নাম্বার ওয়ান! অকপট রচনা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাংলা ছবির অন্যতম সফল নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। তিনি এমন একজন অভিনেত্রী, যিনি নিজেকে শুধুমাত্র বাংলা ছবির গণ্ডিতে আটকে রাখেননি। ওড়িয়া ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম রচনা (Rachna Banerjee)। কাজ করেছেন বলিউডেও। অমিতাভ বচ্চন থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়দের মতো তাবড় নায়কদের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে।

দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনায় রচনার (Rachna Banerjee) কেরিয়ারে বড় মোড়

অত্যন্ত সফল অভিনয় কেরিয়ারের পর আবার সঞ্চালনার জগতে পা রাখেন রচনা (Rachna Banerjee)। সেটা যেন তাঁর পুনর্জন্ম। ‘দিদি নাম্বার ওয়ান’এ সঞ্চালনার মধ্যে দিয়ে এক নতুন অধ্যায়, এক নয়া মাইলফলক স্থাপন করেন রচনা (Rachna Banerjee)। জনপ্রিয়তা আরও বাড়ে তাঁর। দিদি নাম্বার ওয়ান এর হাত ধরে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যান রচনা। এ বাস্তবিকই তাঁর দ্বিতীয় ইনিংস।

Rachna Banerjee opened up about success of didi number one

দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছেন রচনা: সম্প্রতি এক সাক্ষাৎকারে দিদি নাম্বার ওয়ান নিয়ে মুখ খোলেন রচনা। তাঁর কথায়, প্রথমে মানুষ তাঁকে নায়িকা হিসেবেই চিনতেন। প্রচুর ছবিতে অভিনয় করেছেন একসময়। কিন্তু দিদি নাম্বার ওয়ান তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। রচনা (Rachna Banerjee) বলেন, দিদি নাম্বার ওয়ান তাঁকে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছে, যাদের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সামর্থ্য নেই। যারা হয়তো শুধু বাড়িতে বসে টিভি দেখেন। তাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারলেন তিনি।

আরও পড়ুন : চন্দননগরের প্ল্যান বাতিল? কুছ পরোয়া নেই, রইল কলকাতার শতাব্দী প্রাচীন কিছু জগদ্ধাত্রী পুজোর খোঁজ

কেন এত সফল দিদি নাম্বার ওয়ান: তবে দিদি নাম্বার ওয়ান জনপ্রিয় হওয়ার আরও একটি কারণ রয়েছে। রচনা বলেন, এই শো মেয়েদের বাড়ির বাইরে বেরিয়ে মনের কথা বলার সুযোগ করে দিয়েছে। সেই কারণে রাতারাতি এই শোয়ের জনপ্রিয়তা বাড়ে। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলতে দেখা যায় রচনাকে (Rachna Banerjee)। ছেলেকে সময় দিতে কেরিয়ারকে দুরে সরিয়ে দিয়েছিলেন তিনি। রোজগারের জন্য শুধুমাত্র রাতে কাজ করতেন। তবে ছেলে বড় হতে আবারও ধীরে ধীরে কাজে ফেরেন রচনা।

আরও পড়ুন : একহাট লোকের মাঝে মেজাজ হারিয়ে চিৎকার যিশুর! ‘খাদান’ তারকাকে ‘অহংকারী’ তকমা নেটপাড়ার

প্রসঙ্গত, দিদি নাম্বার ওয়ান এর একেবারে শুরু থেকে রচনা না থাকলেও তাঁর সঞ্চালনা এই শোকে আলাদা মাত্রা দিয়েছিল। মাঝে তিনি কিছুদিনের বিরতি নিলেও দর্শকদের দাবিতে আবারও সঞ্চালনায় ফেরেন রচনা।