বাংলাহান্ট ডেস্ক : সদ্য মিটেছে দুর্গাপুজো। অনেকেই এমন আছেন যারা দুর্গাপুজোটা কলকাতায় কাটালেও পুজো শেষ হলেই বেরিয়ে পড়েন ঘুরতে। তালিকায় রয়েছেন অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও (Rachna Banerjee)। বিজয়া কাটিয়েই তিনি পাড়ি দিয়েছেন মার্কিন মুলুকে। সেখান থেকে এবার একগুচ্ছ ছবি শেয়ার করলেন রচনা।
আমেরিকায় ঘুরতে গিয়েছেন রচনা (Rachna Banerjee)
সমাজ মাধ্যমে মার্কিন ভ্রমণের ছবি ভাগ করে নিয়েছেন তৃণমূল সাংসদ। কোনও ছবিতে তাঁকে দেখা গিয়েছে সানফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের সামনে বসে পোজ দিতে, কোনও ছবিতে আবার হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন রচনা (Rachna Banerjee)। বন্ধুবান্ধবদের সঙ্গে রেস্তোরাঁতেও আড্ডা দিতে দেখা গিয়েছে তাঁকে।
কী লিখেছেন সাংসদ: ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে রচনা (Rachna Banerjee) লিখেছেন, ‘আনন্দ আমাদের উপরেই নির্ভর করে। যদি তুমি খুশি থাকতে চাও তাহলে থাকো’। নেটিজেনরাও রচনার ভ্রমণ ডায়েরির ছবি দেখে উচ্ছ্বসিত। ইতিমধ্যে কয়েক হাজার লাইক পড়ে গিয়েছে ছবিতে।
আরও পড়ুন : গোপনেই হল আংটি বদল, বিয়ের তারিখও চূড়ান্ত! কবে সাত পাক ঘুরছেন বিজয়-রশ্মিকা?
জন্মদিন কাটিয়েছেন আমেরিকায়: সম্প্রতি গিয়েছে রচনার জন্মদিনও। প্রায়ই জন্মদিনে কোথাও না কোথাও ঘুরতে যেতে দেখা যায় তাঁকে। এবছরও তার অন্যথা হল না। দুদিন আগেই মার্কিন মুলুকে কেক কেটে জন্মদিন উদযাপনের ভিডিও শেয়ার করেছিলেন রচনা (Rachna Banerjee)। বন্ধুদের সঙ্গে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন সাংসদ অভিনেত্রী।
আরও পড়ুন : বিপদসীমার উপরে তিস্তা-জলঢাকা, ভেঙে ঝুলছে দুধিয়া ব্রিজ, উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ২০
ঘুরতে যেতে ভালোবাসেন রচনা। সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়তে দেখা যায় তাঁকে। বেশিরভাগ সময় নিজের বন্ধুদের গ্রুপের সঙ্গেই ঘুরে বেড়ান তিনি। মাঝে মাঝে রচনাকে সঙ্গ দেয় ছেলে প্রণীলও। বর্তমানে কাজের চাপ বেড়েছে রচনার। দিদি নাম্বার ওয়ান এর শুটিংয়ের পাশাপাশি সাংসদের দায়িত্বও সামলাতে হচ্ছে তাঁকে। ছুটি কাটিয়ে ফিরেই সম্ভবত আবার কাজে যোগ দেবেন তিনি।