বর্ণবিদ্বেষ, গালিগালাজ! দীর্ঘদিন পর মাঠে নেমেই লালকার্ড দেখলো নেইমার

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন পর মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর কাঁদতে কাঁদতে মাঠে ছেড়ে ছিলেন তিনি। তারপর বেশ কয়েক দিনের ছুটিতে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন নেইমার। অবশেষে সুস্থ হয়ে মাঠে ফিরলেন নেইমার কিন্তু মাঠে ফিরেই বিতর্কে জড়িয়ে পড়লেন এই পিএসজি তারকা।

এইদিন লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি এবং মার্সেই। আর এই ম্যাচেই বড়োসড়ো বিতর্কে জড়িয়ে পড়েন পিএসজি তারকা নেইমার। এই ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বাদানুবাদে জড়িয়ে পড়ে দুই দলের ফুটবলাররা। আর সেখান থেকে হাতাহাতি শুরু হয় তারপরই লালকার্ড দেখেন নেইমার সহ দুই দলের মোট পাঁচ জন ফুটবলার।

মার্সেই দলের ডিফেন্ডার গঞ্জালেস অভিযোগ করেন যে বাদানুবাদ চলার সময় নেইমার তার মাথায় থাপ্পড় মারেন। তারপরেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে পুরো বিষয়টি খতিয়ে দেখেন রেফারি এবং নেইমারকে লাল কার্ড দেখান।

1998897651fa5d8c62c80e4f95019610af02667b5fda8eb7533692dea1f012f2fa592bd85

ম্যাচ শেষ হওয়ার পর এই বিষয়টি নিয়ে টুইটারে ক্ষোভ উগড়ে দেন নেইমার। তিনি লিখেছেন, “ম্যাচ চলাকালীন মার্সেইয়ের সেই ডিফেন্ডার আমাকে বাঁদর বলেছেন। এছাড়া আরও অনেক অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বর্ণবিদ্বেষ মুলক কথাবার্তা বলার অভিযোগ তোলেন নেইমার। নেইমার বলেন ওর মাথায় আঘাত না করে ওর মুখে ঘুষি মারা উচিত ছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ফিফা। যদি নেইমারের অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে মার্সেইয়ের ডিফেন্ডার গঞ্জালেসকে শাস্তিসরূপ কম করে দশ ম্যাচ নির্বাসিত করা হবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর