বাংলাহান্ট ডেস্ক: জাতীয় মঞ্চে বাংলার নাম উজ্জ্বল করেছেন রাফা ইয়াসমিন। মালদার বাসিন্দা রাফা বাংলা ছাড়িয়ে আজ গোটা দেশে পরিচিত একটি মুখ। জি টিভি সারেগামাপা লিটল চ্যাম্পসের মঞ্চ থেকে জয়যাত্রা শুরু তাঁর। আশা ভোঁসলে থেকে শংকর মহাদেবানের মতো বিখ্যাত মানুষেরাও উজাড় করে প্রশংসা করেছেন রাফার।
সারেগামাপা লিটল চ্যাম্পস ২০২২-এর ফাইনালিস্ট মালদার রাফা অরিজিৎ সিং এর ভক্ত। ১৪ বছরের এই খুদের কাছে সংগীত ও অরিজিৎ যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। প্রিয় গায়কের সাথে যখন রাফার সাক্ষাতের সুযোগ হল তখন তিনি বাকরুদ্ধ। কিছুদিন আগে রাফা গিয়ে উপস্থিত হন অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে।
আরোও পড়ুন : ১১ ফেব্রুয়ারি উড়ানে চেপে রামলালার দর্শনে যাচ্ছেন শুভেন্দু, অযোধ্যা যাত্রায় কাদের সাথে নিচ্ছেন তিনি?
সেখানে অরিজিৎ ও রাফার কিছুক্ষণ কথাও হয়। জানা যায় গান নিয়েও কথা হয়েছে এই দুজনের। সেই ছবি রাফা সম্প্রতি শেয়ার করেছিলেন সমাজ মাধ্যমে। সেই ছবি পোস্ট করার পরেই শুরু হয় বিতর্ক। তবে এবার আপনার মনে হতেই পারে ঠিক কী কারণে বিতর্কের সূত্রপাত হল? আসলে রাফা যে ছবি পোস্ট করেছেন তার ক্যাপশন নিয়ে যত বিতর্কের শুরু।
আরোও পড়ুন : ঠিকানা বদলে গেল পার্থ বান্ধবীর! আলিপুর থেকে এবার কোন জেল? জল্পনা তুঙ্গে
ছবির ক্যাপশনে রাফা লিখেছেন, ‘অবশেষে, আজ আমার অনুপ্রেরণা, আমার আইডল অরিজিৎ স্যারের সঙ্গে দেখা হল! এখনও বিশ্বাস করতে পারছি না যে ওঁনার বাড়িতেই এমনটা ঘটেছে। সত্যি বলছি স্যার, আমার জীবনে দেখা সবচেয়ে সৎ,যত্নশীল এবং সেরা মানুষ আপনি। আপনি শুধু আমার প্রিয় গায়ক নন, সঙ্গীতের ভগবান। প্রণাম স্যার’।
রাফা শেষ লাইনে ‘ভগবান’ শব্দটি ব্যবহার করায় অনেক সংখ্যালঘু সমাজমাধ্যম ব্যবহারকারী বেজায় চটেছেন। রাফাকে অনেকে আবার ধর্ম নিয়েও কটাক্ষ করেন। একজন লিখেছেন, ‘তোমার গড কী করে হল অরিজিৎ’। আবার অন্য এক ব্যবহারকারীর মন্তব্য, ‘মাথায় ভূত উঠলে এসব ক্যাপশন দেয়,আরে বোন প্রশংসা করার জন্য আরো অনেক ভালো ভালো শব্দ আছে সেগুলো চয়ন করো তা বলে God!’