বাংলাহান্ট ডেস্কঃ হরিয়ানার আম্বালায় রয়েছে ভারতের (India) ৫ শক্তিশালী রাফাল যুদ্ধবিমান (Dassault Rafale)। গত ২৯ শে জুলাই বন্ধু দেশ ফ্রান্স থেকে সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধিতে ভারতে এসেছে পাঁচটি শক্তিশালী রাফাল যুদ্ধবিমান। এরপর থেকেই শত্রুর নজর রয়েছে অম্বালার রাফাল এয়ারবেসে।
বর্তমান দিনে এমন ক্ষমতা ধর যুদ্ধ বিমান হাতে গোনা মাত্র কয়েকটি দেশেই রয়েছে। শত্রু দেশের বিরুদ্ধে যোগ্য প্রতিপক্ষ হিসাবে রাফালের জুড়ি মেলা ভার। ভারতে স্থিত এই রাফালকে নিয়েই এবার এল এক হুমকি ভরা চিঠি। এই চিঠিকে কেন্দ্র করেই বাড়ানো হল এয়ারবেসের নিরাপত্তা।
হুমকি সূচক চিঠি
হরিয়ানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আম্বালার রাফাল এয়ারবেস উড়িয়ে দেওয়ার এক হুমকি সূচক চিঠি এসেছে প্রশাসনের হাতে। এক সংবাদ মাধ্যমে জানিয়েছে, গত শুক্রবারই এই হুমকির চিঠি আসে। এরপর থেকেই আম্বালার তিন এয়ারবেস ধুলকোট, বলদেব নগর, গার্নালা ও পঞ্জোখারা গ্রামে বাড়ানো হয়েছে সতর্কতা। নিয়োগ করা হয়েছে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা।
বাড়ানো হল নিরাপত্তা
এই এয়ারবেসের পাশেই ১-এ নম্বর জাতীয় সড়ক রয়েছে। তাই অতর্কিতে যাতে শত্রু পক্ষ হামলা না চালাতে পারে, তাই রাখা হচ্ছে বিশেষ নজর ব্যবস্থা। তবে পুলিশের অনুমান ছোট খাটো আতঙ্ক সৃষ্টি করতেই এই চিঠি লেখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও নিরাপত্তায় যাতে কোন ফাঁক না থাকে, তাই এয়ারবেসে নিযুক্ত হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
দিল্লীর পরিকল্পনা
দিল্লীর সাউথব্লক সূত্র মারফত জানা যায়, মোট ৩৬ টি রাফাল ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশন থেকে কিনেছে ভারত। শত্রুপক্ষের সামনে নিজেদের প্রভূত ক্ষমতাধর হিসাবে জাহির করতে, ভারত নিজেদের ক্ষমতা বৃদ্ধি করছে। দেশের বিভিন্ন প্রান্তে এই রাফাল নিয়োগ করার পরিকল্পনা রয়েছে দিল্লীর।