বাংলাহান্ট ডেস্কঃ অপেক্ষার আর মাত্র এক মাস। এরপরই বাংলার (west bengal) মাটি স্পর্শ করবে শক্তিশালী যুদ্ধ বিমান রাফাল (Dassault Rafale)। সেজে উঠেছে ভারত-ভূটান ট্রাইজংশন-এর উত্তরবঙ্গের হাসিমারা এয়ারবেস (hashimara airbase)। আম্বালার পর বাংলাই হবে রাফালের সেকেন্ড হোম।
বন্ধুদেশ ফ্রান্সের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে ২০১৬ সালে ৩৬টি রাফালে কেনার চুক্তিবদ্ধ হয়েছিল ভারত। সেইমত গত বছর জুলাই মাসে প্রথম দফায় ৫ টি এবং নভেম্বর ও জানুয়ারি মাসে দ্বিতীয় ও তৃতীয় খেপে আরও ৬ টি রাফাল আসে ভারতে। সাত হাজার কিমি রাস্তা পাড়ি দিয়ে মোট ১১ টি রাফাল বর্তমানে ভারতের মাটি স্পর্শ করে করেছে।
এই ১১ টি শক্তিশালী আধুনিক মানের যুদ্ধবিমান রাফাল আম্বালার এয়ারবেসে সুন্দরভাবে রক্ষিত হয়েছে। এটি এমনই এক শক্তিশালী যুদ্ধবিমান, যা শত্রুপক্ষের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভারতের কাছে এই শক্তিশালী যুদ্ধাস্ত্র সেনাবিহিনীর ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে।
ইতিমধ্যেই এই রাফাল পরিচালনার জন্য ট্রেনিং দেওয়াও শুরু হয়ে গিয়েছে বায়ু সেনার পাইলটদের। ফ্রান্স যেহেতু এই যুদ্ধবিমানের জন্মস্থান, সেহেতু ফ্রান্সে ভালো প্রশিক্ষণ হবে বলে ধারণা করে তাদের ফ্রান্সে পাঠানো হয়েছে। এই ক্ষেপে ৬ টি রাফাল আসতে চলেছে উত্তরবঙ্গের হাসিমারা এয়ারবেসে। চুক্তি মত ২০২২ সালের এপ্রিলের মধ্যেই মোট ৩৬ টি রাফাল এসে পৌঁছাবে ভারতে।
এবিষয়ে বায়ুসেনার অধিকারিকরা জানিয়েছেন, ‘এপ্রিলের মধ্যেই রাফালের জন্য সেজে উঠবে উত্তরবঙ্গের হাসিমারা এয়ারবেস। মাত্র কটা দিন রয়েছে হাতে, শেষ বেলার প্রস্তুতি তুঙ্গে। ভারতে রাফালের এই দ্বিতীয় স্কোয়াড্রন অনেকটাই শোভা বাড়িয়ে তুলবে বাংলার’।