বাংলাহান্ট ডেস্ক: গার্হস্থ্য হিংসার (domestic violence) বিরুদ্ধে সোচ্চার হলেন রাফিয়াথ রশিদ মিথিলা (rafiath rashid mithila)। কারণে অকারণে সংসারে মহিলাদের উপরে পুরুষের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পত্নি। চুপচাপ সহ্য না করে দীর্ঘদিন ধরে চলে আসা গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সুর চড়ানোই উচিত মনে করেন মিথিলা। সমাজের মহিলাদেরও সেই বার্তাটাই দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমরা কিছু কথা শুনে আসছি যেগুলো পারিবারিক নির্যাতনকে আমাদের সমাজে স্বাভাবিক করেছে। যেমন, মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে হয়, বাসর রাতে বিড়াল মারো, লাল শাড়িতে যাবে সাদা শাড়িতে আসবে।”
এমন আরো রয়েছে। ছোট থেকেই অনেক বাড়িতে মেয়েদেরকে শেখানো হয় সংসারে মানিয়ে চলতে। স্বামী যদি রগচটা হন তাহলে তার রাগের সঙ্গেই মানিয়ে চলতে হবে। উপরন্তু এটা খেয়াল রাখতে হবে যাতে স্ত্রী যেন স্বামীর রাগের কারণ না হয়। আর যদি হয় তবে স্বামী তার গায়ে হাত তুলতেই পারে। সেটাও তাকে মুখ বুজেই সহ্য করতে হবে। এমনকি এমনো বোঝানো হয় যে রাত করে বাড়ি ফিরলে মার তো খাবেই!
মিথিলার আপত্তি যুগ যুগ ধরে চলে আসা এই আপাত ‘স্বাভাবিক’ কথাগুলো নিয়েই। এগুলোই সমাজে মহিলাদের উপর নির্যাতনের অন্যতম কারণ। তাই তিনি আর্জি জানিয়েছেন, এই ধরনের কথাগুলির প্রতিবাদ করতে। আশেপাশে এমন কোনো কথা শুনলে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্যাগ করে জানানোর আবেদন জানিয়েছেন মিথিলা।
https://www.instagram.com/tv/CXOlzJgD-Mp/?utm_medium=copy_link
বরাবরই স্পষ্টবাদী এব প্রতিবাদী বলে নাম রয়েছে মিথিলার। নারী পাচার নিয়ে আগেও সরব হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁকে কম ট্রোল, কটুক্তি সইতে হয়নি। কিন্তু গা করেননি মিথিলা। সোশ্যাল মিডিয়ায় এখনো যথেষ্ট সক্রিয় থাকেন সৃজিত পত্নি।