এবার ভারতেই তৈরি হবে রাফেলের স্বদেশী ইঞ্জিন! প্রযুক্তি হস্তান্তর করতেও রাজি ফ্রান্সের SAFRAN

বিশ্বমঞ্চে ভারতের ছবি দ্রুতগতিতে পরিবর্তন হচ্ছে। এর প্রমাণ আরো একবার হাতে নাতে পাওয়া গেল। আসলে কোন দেশ তার নিজস্ব প্রযুক্তি অন্যদেশকে দিতে চাই না। একমাত্র খুব কাছের মিত্র দেশ হলে তবেই প্রযুক্তির আদান প্রদান হয়। এক্ষেত্রে ভারত বিশ্বজুড়ে বড়ো সন্মান আদায় করতে পেরেছে। রাফাল জেটগুলির জন্য এম -৮৮ ইঞ্জিন প্রস্তুতকারী ফরাসি সংস্থা সেফ্রান (SAFRAN) ভারতে ফাইটার জেটের ইঞ্জিন তৈরিতে সহায়তা করার প্রস্তাব দিয়েছে। সংস্থার প্রধান নির্বাহী অলিভার অ্যান্ডরিস জানিয়েছেন যে সংস্থাটি এ সম্পর্কিত একটি প্রস্তাব ভারতের প্রতিরক্ষা ও গবেষণা সংস্থা (DRDO) কাছে প্রেরণ করেছে। ভারতে এই সংস্থার সামরিক ও বেসামরিক প্রকল্পগুলির বিষয়ে তথ্য প্রদান করে তিনি বুধবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে বলেছিলেন যে, সেফ্রান এর জন্য প্রযুক্তি হস্তান্তর করতেও প্রস্তুত। রাজনাথ সিং সেফ্রান কারখানা ঘুরে দেখতেও পৌঁছে ছিলেন।

images 12 1

 

আন্দ্রে বলেছেন যে DRDO আমাদের প্রেরিত প্রস্তাবটি অধ্যয়ন করছে। প্রযুক্তি স্থানান্তর ভারতে রাফালে ইঞ্জিনগুলি তৈরির পথ উন্মুক্ত হকের। মিরাজ জেটে সেফ্রান (SAFRAN) দ্বারা তৈরি M -53 ভেরিয়েন্টের ইঞ্জিন ব্যবহার হয়। বিজনেস টুডে-র প্রতিবেদন অনুসারে, এক ভারতীয় কর্মকর্তা বলেন, “এই প্রস্তাবটি কার্যকর হলে এটি মেক ইন ইন্ডিয়াকে উৎসাহ দেবে।”  জেট বিমানের এই ইঞ্জিন তৈরি করে ভারত রফতানিও করতে পারবে। মঙ্গলবার রাজনাথ সিংয়ের উপস্থিতিতে প্রথম রাফাল বিমান ভারতীয় বিমানবাহিনীর হাতে হস্তান্তর করা হয়।

 

রাফালে ভারতে হস্তান্তর করার পরে ফরাসী প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছিলেন, ‘আমরা মেক ইন ইন্ডিয়া নীতির সমর্থন করব। আমাদের ভবিষ্যতের কথা বলা উচিত। এটি কেবল একটি যুদ্ধবিমান অর্জনের বিষয় নয়, বরং সামরিক অংশীদারিত্বের উন্নতির বিষয়টি।

images 11 2

আমরা আপনার প্রয়োজন মেটাতে আমাদের যথাসাধ্য চেষ্টা করব। মঙ্গলবার দ্বিতীয় প্রতিরক্ষা সংলাপের জন্য ফ্রান্স ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠক করেছেন। এ সময় তিনি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতাও পর্যালোচনা করেন। ভারতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজসের স্বদেশী ইঞ্জিন তৈরি করতে কীভাবে সেফ্রান এর সাহায্য নেওয়া যেতে পারে তাও এখানে অধ্যয়ন করা হয়েছিল।

 

ভারত ও ফ্রান্স তাদের প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। দীর্ঘ প্রতীক্ষার পরে ভারত পেয়েছিল প্রথম ফরাসি যুদ্ধবিমান রাফেল। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দশেরায় অস্ত্র পূজা করার সাথে সাথে দাসল্ট সংস্থা থেকে প্রথম যুদ্ধবিমান সংগ্রহ করেছিলেন।

 

images 13 1

তবে রাফেল এখনও ভারতীয় বিমানবাহিনীর বহরে যোগ দিতে অনেক সময় নিবে। আসলে, ভারতীয় বিমান বাহিনীর সদস্যদের এখনই প্রশিক্ষণ দেওয়া হবে। ভারত ফ্রান্স থেকে মোট ৩৬ টি রাফালে যুদ্ধবিমান কিনছে।

সম্পর্কিত খবর