বাংলা হান্ট ডেস্কঃ কাল থেকে মেলবোর্নে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট (Boxing Day Test)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অসি অধিনায়ক টিম পেইন। প্রথমে ব্যাটিং করে মার্কস ল্যাবুসনের 48 রানের উপর ভর করে 195 রান করে অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের দাপটে 195 রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। তারপর কিছুটা লড়াই করার চেষ্টা করেন চেতেশ্বর পুজারা ও শুভমান গিল। তবে চেতেশ্বর পুজারা আউট হওয়ার পরে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন শুভমান গিল। অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেও তার 45 রানের ইনিংস কার্যকরী ভূমিকা নিয়েছে ম্যাচে।
The 4th 50-run partnership for #TeamIndia and @ajinkyarahane88 has been involved in three of them. This time he raises the half-century stand with @imjadeja. #AUSvIND
Details – https://t.co/bG5EiYj0Kv pic.twitter.com/ni3kL23jUu
— BCCI (@BCCI) December 27, 2020
এই মুহূর্তে হাফ সেঞ্চুরি করে ক্রিজে রয়েছেন ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে। অস্ট্রেলিয়ার তাবড় তাবড় বোলারদের দুর্দান্ত ভাবে সামলাচ্ছেন রাহানে। অধিনায়ককে যোগ্য সঙ্গ দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। 81 ওভার শেষে ভারতে স্কোর 5 উইকেট হারিয়ে 236, ইতিমধ্যেই 41 রানের লিড নিয়ে ফেলেছে ভারত।
ভারতের স্কোর বোর্ড:
মায়াঙ্কা আগারওয়াল 00, শুভমান গিল 45, চেতেশ্বর পূজারা 17, হনুমা বিহারী , ঋষভ পন্থ 21, রবীন্দ্র জাদেজা 29। ব্যাট করছেন রাহানে 74 ও জাদেজা 30 রানে।