বাংলা হান্ট ডেস্কঃ 33 এ পা দিলেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে। রাহানের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই, আইসিসি এবং তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।
আগামী 18 ই জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। আর এই ম্যাচ খেলতে ইতিমধ্যে ইংল্যান্ডে পৌঁছে সাদাম্পটনের হোটেলে কোয়ারেন্টিন পর্ব কাটাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা। হোটেলে গৃহবন্দি অবস্থায় নিজের পরিবারের সঙ্গেই ছোট করে জন্মদিন উদযাপন করলেন রাহানে।
https://twitter.com/ICC/status/1401382704260816896?s=20
রাহানেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিসিসিআই লিখেছে, ” জন্মদিনের অনেক শুভেচ্ছা আজিঙ্কা রাহানে। 2019 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই 119 রানের ইনিংস দেখে নেওয়া যাক।”
https://twitter.com/BCCI/status/1401388378839453696?s=20
আইসিসির তরফ থেকে লেখা হয়েছে, ” শুভ জন্মদিন রাহানে। 183 টি আন্তর্জাতিক ম্যাচ খেলে 7920 রান। 2020-21 মরশুমে অস্ট্রেলিয়া সফরে 2-1 ব্যবধানে ভারতকে জেতানো অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাই।”
এছাড়াও দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স দুটি আইপিএল ফ্র্যাঞ্চাইজিই শুভেচ্ছা জানিয়েছে আজিঙ্কা রাহানে কে।