রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচের জন্য ভারতীয় দল এই মুহূর্তে ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে প্র্যাকটিস করছে। হঠাৎই বিরাটদের প্রাক্টিসের মাঝে এইদিন হাজির হন প্রাপ্তন ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। সেখানে গিয়ে বেশ কিছুটা সময় তিনি কাটান ভারতীয় টিমের সাথে। সেই সাথে রাহুল দ্রাবিড় আলাদা করে কিছুটা সময় কথা বলেন তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের সাথে। সাথে রাহুল দ্রাবিড় বেশ কিছু পরামর্শ দেন ঋষভ পন্থকে।
এই বছরেই রাহুল দ্রাবিড় ভারতের জাতীয় ক্রিকেট আকাডেমির হেডকোচ হয়েছেন। তাই নিয়মিত উনাকে যেতে হয় ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে। আর তাই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে দ্রাবিড় হাজির হন বিরাটবাহিনীর অনুশীলনে। এইদিন চেন্নাস্বামী স্টেডিয়ামে গিয়ে রাহুল দ্রাবিড় কথা বলেন হেডকোচ রবি শাস্ত্রী এবং ভারত অধিনায়ক বিরাট কোহলির সাথে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই দৃশ্য ক্যামেরাবন্ধী করে টুইট করা হয়।
জাতীয় দলের হয়ে ক্রমাগত ব্যর্থ হচ্ছেন ঋষভ পন্থ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও মাত্র 4 রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে। আর অনবরত এই ভাবে ব্যর্থ হওয়ার ফলে নিজের ফর্ম ফিরে পাওয়ার জন্যই এইদিন দ্রাবিড়কে সামনে পেয়ে ঋষভ পন্থ নিজেই এগিয়ে আসেন দ্রাবিড়ের সাথে কথা বলতে।
এদিকে বিরাট কোহলির ছোটো বেলার কোচ রাজকুমার শর্মাও বেশ চিন্তিত ঋষভ পন্থের খেলা দেখে। তিনি এইদিন বলেন ঋষভ পন্থের প্রিয় ফরম্যাট হচ্ছে টি-টোয়েন্টি কিন্তু সেখানেও তিনি রান পাচ্ছেন না। সেই সাথে তিনি বলেন ঋষভ পন্থ কিন্তু একজন ম্যাচ উইনার, যেকোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে ফেলতে পারে ঋষভ পন্থ। কিন্তু বর্তমানে তার পারফরম্যান্স খুবই হতাশাজনক। পন্থকে অনেক সময়ই দেখা যায় ঠিকঠাক শর্ট সিলেকশন করতে না পারার কারণে আউট হয়েছেন। তাই এখন ঋষভ পন্থকে কিছুটা বুঝেশুনে ব্যাটিং করতে হবে।