তাও বিশ্বকাপ জিতবো! BCCI-এর কাছে নিজের নতুন পরিকল্পনা ফাঁস করলেন দ্রাবিড়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে লজ্জাজনকভাবে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies vs India) কোনও দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে তারা। ২৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে সব ফরম্যাট মিলিয়ে চারটি ম্যাচ হারতে হয়েছে তাদের। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোন টি-টোয়েন্টি সিরিজের তিনটি আন্তর্জাতিক ম্যাচ হারতে হয়েছে ভারতকে। কিন্তু এরপরেও দলের ওপর থেকে ভরসা হারাচ্ছেন না ভারতের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

দ্রাবিড় আশাবাদী:
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারার প্রভাব বিশ্বকাপের ভারতীয় দলে পড়বে না সেটা সরাসরি জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের বর্তমান কোচ। তিনি জানিয়েছেন যে তাদের এই দলটি এবং তাদের বিশ্বকাপের জন্য নির্বাচিত ওডিআই দলের মূলভাগ অনেকটাই আলাদা। ফলে বিশ্বকাপ নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়ার প্রয়োজন নেই ভক্তদের।

dravid hardik

সমর্থকরা অস্বস্তিতে:
রাহুল দ্রাবিড় যে কথা বলে গিয়েছেন তা খুব একটা ভুল নয়। সত্যিই বেশ কিছু অভিজ্ঞ তারকা টি-টোয়েন্টি ফরম্যাটের অংশ নন আপাতত। কিন্তু সমস্যার বিষয় হলো তাদের মধ্যে কয়েকজনকে দলে নিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিততে অনেকটা সমস্যা করতে হয়েছিল ভারতকে। আর আইপিএলের আগে সম্পূর্ণ তারকা সমৃদ্ধ দল নিয়ে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ হাতছাড়া করেছিল ভারত। কাজেই বিশ্বকাপে তারা কেমন পারফরম্যান্স করবে সে নিয়ে একেবারেই নিশ্চিত হতে পারছেন না দর্শকরা।

আরও পড়ুন: সৌরভের ধান্দাবাজি দেখে অবাক হয়ে গিয়েছিলেন সেওবাগ সহ গোটা ভারতীয় দল! জানুন বিস্তারিত&;

দ্রাবিড়ের সুসংবাদ:
তবে এই চিন্তার মাঝে একটা আসার কথা শুনিয়েছেন ভারতীয় কোচ। তিনি জানিয়েছেন এই মুহূর্তে চোট ও আঘাতের সমস্যায় ভোগা ভারতীয় দল এশিয়া কাপে সেই সমস্যা কাটিয়ে উঠবে। বেশ কিছু তারকা ক্রিকেটার নিজেরা সম্পূর্ণ সুস্থ হয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন এশিয়া কাপের মঞ্চে। অনেকেই আশঙ্কা করছেন তিনি শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুলের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন: এশিয়া কাপের আগে আতঙ্কে BCCI! প্রাণ হাতে করে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন কোহলিরা

বড় শিক্ষা ভারতীয় দলের:
প্রতিপক্ষ যতই দুর্বল হোক না কেন তাদের যে হালকা ভাবে নেওয়ার উপায় নেই সেটা এই সিরিজে বিলক্ষণ উপলব্ধি করতে পেরেছেন হার্দিক পান্ডিয়ারা। যে ওয়েস্ট ইন্ডিজ দল গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আসন্ন ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি তাদের বিরুদ্ধে ভারতকে যে এতটা বেকায়দায় পড়তে হবে সেটা হয়তো কেউ স্বপ্নেও ভাবেননি। কাজেই যারা স্বপ্ন দেখছিলেন যে ভারতের পিচে খেলা হবে বলে ভারত এগিয়ে থাকছে তাদের কাছে এই সিরিজটা একটা বাস্তবের সঙ্গে পরিচিত হওয়ার সিরিজ হিসাবে গণ্য হবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর