এবার ‘কুলি’ হলেন রাহুল গান্ধী! রেল স্টেশনে মাথায় তুললেন যাত্রীদের লাগেজ

বাংলা হান্ট ডেস্ক: দিল্লির আনন্দ বিহার (Anand Vihar) রেল স্টেশনে কুলিদের (Coolie) সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার সকাল সকাল সেখানে পৌঁছে যান তিনি। সেখানে কুলিদের সঙ্গে কথা বলেন রাহুল। পাশাপাশি কুলিদের পোশাক পরে গায়ে নির্দিষ্ট ব্যাজও পরেন তিনি। মাথায় ট্রলি তুলে মালপত্রও বহন করতে দেখা যায় তাঁকে। যার ছবি-ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। কংগ্রেসের (Congress) তরফে ওই মুহূর্তগুলি পোস্ট করা হয়েছে। হাত শিবিরের তরফে বলা হয়েছে, ‘জনগণের নেতা রাহুল গান্ধী আজ দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে কুলি বন্ধুদের সঙ্গে দেখা করেছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রেল স্টেশনের কুলি সহকর্মীরা তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আজ রাহুল গান্ধী সেখানে পৌঁছে অবসরে তাঁদের কথা শুনলেন। ভারত জোড়ো যাত্রা চলছে।’

উল্লেখ্য, সম্প্রতি কুলিরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। যার ভিডিও ভাইরাল (Viral) হয়েছিল। এবার তাঁদেরই আবেদনের সাড়া দিয়ে আনন্দ বিহারের স্টেশনে পৌঁছে গেলেন রাহুল। এদিন বেশ কিছুটা সময় ওই স্টেশনের কুলিদের সঙ্গে কাটান রাহুল। বসে তাঁদের কথা শোনেন।

ওই ভাইরাল হওয়া ভিডিওয় আনন্দ বিহার স্টেশনের কুলিদের বলতে শোনা যায়, ‘হাত জোড় করে এই আবেদন করছি রাহুল গান্ধী একবার আনন্দ বিহার স্টেশনে আসুন। ৫ মিনিটের জন্য আমাদের সঙ্গে কথা বলুন। এই জন্য রাহুলজির সঙ্গে কথা বলতে চাই কারণ তিনি ভালো মানুষ। গরিবদের সঙ্গে নিয়ে চলেন, বস্তিতে ঘোরেন।’

rahul coolie

উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রায় নানা মুহূর্তের সাক্ষী থেকেছেন রাহুল। হরিয়ানায় ট্র্যাক্টরও চালাতে দেখা গিয়েছে তাঁকে। সেখানে কৃষকদের সঙ্গে জমিতে ধান রোপণ করেছিলেন। এবার কুলিদের সঙ্গে মিশে গেলেন তিনি।

Monojit

সম্পর্কিত খবর