সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েই, পপকর্ন হাতে একেবারে সিনেমা হলে রাহুল গান্ধী

বাংলা হান্ট ডেস্ক: বুধবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সরকারিভাবেই তার ইস্তফার কথা জানান। টুইটারে নিজের নামের আগে ‘সভাপতি’ মুছে দিয়ে, সাধারন কংগ্রেস কর্মী করে দেন। আপাতত তিনি বহু দায়িত্বভার থেকে মুক্ত। অবসর পেয়ে এই দিনই সিনেমা হলে দেখা গেল তাঁকে। আর বাকি ৫ জন দর্শকের মতো পপর্কন খেতে খেতে দেখলেন আয়ুষ্মানের ‘আর্টিকেল ১৫’ ছবি। এই সময় হলে উপস্থিত কেউ একজন, রাহুলের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায়, সেই ভিডিও হয়ে যায় ভাইরাল।

বুধবার সন্ধে দিল্লির পিভিআর চাণক্য প্রেক্ষাগৃহে বেশ আনন্দে ও খোশমেজাজে সিনেমা দেখতে দেখা গেল রাহুল গান্ধীকে। এমনকি পাশে বসে থাকা দর্শক এর সাথে আলাপচারিতা করেন তিনি।

প্রসঙ্গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের নগণ্য ফল হওয়ায়, দু’দিন পরেই রাহুল সিদ্ধান্ত নেন যে তিনি সভাপতি পদ থেকে ইস্তফা দেবেন। তবে প্রাথমিক ভাবে দলের তরফ থেকে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হয় নি। কিন্তু গত বুধবার রাহুল গান্ধী স্পষ্ট জানিয়ে দেন যে তার পক্ষে আর সম্ভব নয় এই সভাপতি পদ নিয়ে থাকা। আপাতত কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি হিসাবে বসানো হয়েছে প্রবীণ কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মতিলাল বরাকে।

সম্পর্কিত খবর