বাংলাহান্ট ডেস্কঃ লোকসভায় কংগ্রেসের (congress) দলনেতা পদ থেকে সরানো হতে পারে অধীর চৌধুরীকে (adhir ranjan chowdhuri) এবং সেই জায়গায় আসতে পারেন রাহুল গান্ধী (rahul gandhi)! কংগ্রেসের অন্দরে কান পাতলে এখন অধীর চৌধুরীকে সরিয়ে সেই স্থানে রাহুল গান্ধীকে আনার খবরই শোনা যাচ্ছে।
একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে কেন্দ্রে মোদী বিরোধী মুখ হিসেবে বাংলার মমতা ব্যানার্জিকেই চাইছে একাধিক বিরোধী শিবির। বাংলায় তৃণমূলের দাপট দেখে মমতা প্রশংসায় মুখর হয়েছে অনেক সরকার বিরোধী দলই। আবার সমস্ত সরকার বিরোধীদলগুলোকে একজোট হওয়ার আহ্বানও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
কিন্তু এসবের মধ্যে লোকসভায় তৃণমূল বিরোধী মুখ হিসেবে পরিচিত রয়েছেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। বরাবরই অধীরের গলায় মমতা কটাক্ষ থেকে শুরু করে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা গেছে তৃণমূলকে। তবে বিধানসভা নির্বাচনের পর থেকে সেই সুর নরম করলেও, বর্তমানে বহরমপুরের সাংসদকে লোকসভায় কংগ্রেসের দলনেতা পদ থেকে সরানোর চিন্তা ভাবনা করছে দল।
সূত্রের খবর, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে এই জায়গায় আনা হতে পারে রাহুল গান্ধীকে, এমনটাও শোনা গিয়েছে। তবে জানা গিয়েছে, রাহুল গান্ধী এখনও এই বিষয়ে সম্মত না হলেও, তাঁকে রাজী করানোর চেষ্টায় ব্রতী রয়েছেন সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। তাঁরা চান লোকসভায় কংগ্রেসের দলনেতা পদ গ্রহণ করুক রাহুল গান্ধী।
তবে অধীর চৌধুরীকে সরিয়ে সেই জায়গায় একদিকে যেমন রাহুল গান্ধীর নাম উঠে আসেছে, তেমনই আবার এই তালিকায় শশী থারুর, আনন্দপুর সহিব, মণীশ তিওয়ারির নামও রয়েছে। তবে এবিষয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি শীর্ষ কংগ্রেস নেতৃত্ব।