কংগ্রেসের পূর্ব সভাপতি রাহুল গান্ধী মোদী সরকারের উপর হামলা তীব্র করেছেন। বৃহস্পতিবার দিন রাহুল গান্ধী এক বিদেশী ইন্টারভিউয়ের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, ভারত আর গণতান্ত্রিক দেশ নয়। অন্যদিকে শুক্রবার দিন বেকারত্বের ইস্যুতে তিনি কেন্দ্র সরকারকে আক্রমন করেন।
উনি টুইট করে লিখেছেন, যুবক যুবতীরা চাকরি চাইছে কিন্তু সরকার তাদের ওয়াটার গান, পুলিশের দান্ডা দিচ্ছে। একই সাথে যারা চাকরি চাইছে তাদেরকে দেশদ্রোহী হ্যাশট্যাগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন রাহুল গান্ধী। StudentsWantsJobs হ্যাশট্যাগ দিয়ে রাহুল গান্ধী এই টুইট করেন। টুইটে রাহুল গান্ধী বলেন, চাকরি চাইলেই এন্টি ন্যাশনাল ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে।
রাহুল গান্ধী বলেছিলে ভারত আর গণতান্ত্রিক দেশ নেই। এই মন্তব্যকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়েছিল। সম্বিত পাত্র থেকে শুরু করে অন্যান্য বিজেপি নেতারা রাহুল গান্ধীর উপর কড়া ভাষায় আক্রমন করেন।
এর আগে রাহুল গান্ধী জ্যোতিরআদিত্য সিন্ধের উপর আক্রমন করে বলেছিলেন, উনাকে আবার কংগ্রেসে ফিরে আসতে হবে কারণ বিজেপিতে উনি ব্যাক বেঞ্চার। এরপর বিজেপি নেত্রী উমা ভারতী রাহুল গান্ধীর উপর পাল্টা আক্রমণ করে বলেছিলেন, আপনি কিছুদিন সঙ্ঘের শাখায় যোগদান করুন।