আমাদের জওয়ানদের মারার সাহস কোথা থেকে পেলো চীন? চুপ কেন প্রধানমন্ত্রী! প্রশ্ন রাহুল গান্ধীর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারত আর চীনের (India-China Standoff) মধ্যে লাদাখের গালওয়ান উপত্যকায় LAC তে হওয়া হিংসাত্মক সংঘর্ষের পর কেন্দ্র সরকার বিরোধীদের নিশানায় চলে এসেছে। সীমান্তে লাগাতার বেড়ে চলা উত্তেজনা নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চরিয়েছে। রাহুল গান্ধী বলেছেন, ‘ব্যাস এবার অনেক হয়েছে। আমরা সত্যি জানতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোটা ঘটনা নিয়ে চুপ কেন?”

রাহুল গান্ধী ট্যুইট করে প্রশ্ন করেছেন, ‘প্রধানমন্ত্রী চুপ কেন? কি লোকাচ্ছেন উনি? ব্যাস এবার অনেক হয়েছে। আমরা জানতে চাই কি হয়েছিল। চীনের এত সাহস কথা থেকে এলো আমদের সেনাকে মারার? ওঁদের এত সাহস কি করে হল আমাদের জমি কেড়ে নেওয়ার?”

চীন ভারতের সাথে ৪৫ বছর পর আরও একবার প্রতারণা করল। সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় বাস্তবিক নিয়ন্ত্রণ রেখা (LAC) নিয়ে কথা বলতে যাওয়া ভারতীয় সেনার সাথে চীনের সেনার সংঘর্ষ বেঁধে যায়। পাথর, লাঠি আর ধারালো হাতিয়ার দিয়ে হামলা করা হয়। এই হামলায় কমান্ডিং অফিসার সমেত ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন। আর চীনের ৪৩ জন জওয়ান মারা গেছে। যদিও চীন এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে।

এই ঘটনা সামনে আসার পর দিল্লীতে একের পর এক বৈঠক হয়ে চলেছে। প্রথমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সমেত তিন সেনার প্রধানদের সাথে বৈঠক করেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুরক্ষা বিষয়ে ক্যাবিনেট বৈঠক হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত ছিলেন।

ভারতীয় সেনা বয়ান জারি করে বলেছে, আপাতত হওয়া সংঘর্ষের পর দুই দেশের সেনা পিছু হটেছে। যদিও চীন অভিযোগ করেছে যে, হিংসা ভারতীয় সেনাই প্রথমে করেছিল। এবার চীন ভারতকে পরামর্শ জাহির করে বলেছে যে, তাঁরা যেন আমেরিকা সমেত অন্যান্য দেশের কথা শুনে ভুল পদক্ষেপ না নেয়।

 

সম্পর্কিত খবর

X