সোনিয়া গান্ধীকে চিঠি লিখে অভিযোগ জানানো ২৩ জন কংগ্রেসি নেতা বিজেপির সাথে যুক্তঃ রাহ্যল গান্ধী

বাংলা হান্ট ডেস্কঃ আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক (CWC Meeting) শুরু হয়েছে। এই বৈঠকে কংগ্রেসের অন্তরিম সভাপতি সোনিয়া গান্ধী (Sonia Gandhi) নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার প্রস্তাব রেখেছেন। উনি সদস্যদের দলের জন্য নতুন সভাপতি খোঁজার কথা বলেছেন। আরেকদিকে, এই বৈঠকের একদিন আগে কংগ্রেসের ২৩ জন নেতার তরফ থেকে সোনিয়া গান্ধীকে চিঠি লেখার কথা সামনে এসেছে। এই নিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) ওই ২৩ জন কংগ্রেসের নেতার তীব্র সমালোচনা করেছেন। রাহুল গান্ধী অভিযোগ করে বলেছেন, ওঁরা সবাই বিজেপির সাথে যুক্ত।

what happened that china took away mother indias sacred land during modis rule rahul gandhi
রাহুল গান্ধী/Rahul Gandhi

কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী দলের নেতৃত্ব নিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি লেখা কংগ্রেসের নেতাদের আক্রমণ করে বলেন, যখন দল রাজস্থান আর মধ্যপ্রদেশে বিরোধী শক্তির সাথে লড়াই করছে আর সোনিয়া গান্ধী অসুস্থ, তখন এই চিঠি লিখে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। সুত্র অনুযায়ী, রাহুল গান্ধী কংগ্রেসের কার্যসমিতির বৈঠকে বলেছেন যে, যখন আমরা রাজস্থান এবং মধ্যপ্রদেশে বিরোধী শক্তির বিরুদ্ধে লড়ছি, আর সোনিয়া গান্ধী অসুস্থ তখনই এই চিঠি লেখা হয়।

নেতৃত্বের ইস্যু নিয়ে কংগ্রেসে দুটি গোষ্ঠী হয়েছে দেখা যাচ্ছে। আর কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে CWC এর বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা হচ্ছে। CWC এর বৈঠকের একদিন আগে রবিবার দলে অস্বস্তি শুরু হয়। আর এর প্রধান কারণ হল দলের ২৩ জন বরিষ্ঠ নেতা সংগঠনের উপরতলা থেকে শুরু করা নিচুতলা পর্যন্ত বদল করতে সোনিয়া গান্ধীকে চিঠি লেখেন। এমনকি দলের সভাপতিও বদল করার দাবি ওঠে বলে সুত্রের খবর।

এই চিঠি সামনে আসার পরই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘে আর দলের অনেক বরিষ্ঠ নেতারা সোনিয়া আর রাহুল গান্ধীর নেতৃত্বতেই ভরসা জাহির করেছেন। আর এই কথাও বলেছেন যে, একমাত্র গান্ধী পরিবারই দলকে একজোট রাখতে পারবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর