বাংলাহান্ট ডেস্ক : কংগ্রেস (congress )নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi ) কেয়ারস ফান্ডের মাধ্যমে প্রাপ্ত অর্থের বিবরণ জনসমক্ষে প্রচার করার দাবি করেছেন। শনিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানান। ” পিএসইউ এবং রেলওয়ের মতো জনসেবা থেকে প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডে প্রচুর অর্থ জমা হয়েছিল। প্রধানমন্ত্রীর উচিত এটি নিরীক্ষণ করে জনগণকে সম্পূর্ণ তথ্য দেওয়া উচিত।”এই বিষয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণমাধ্যমের সাথে কথা বলেছেন রাহুল গান্ধী। এর আগেও তিনি প্রধানমন্ত্রী কেয়ারস ফান্ড দিয়ে সরকারকে সেই তথ্য জানানোর কথা বলেছিলেন। কিন্তু কোনো কাজ না হওয়ায় শুক্রবার তিনি আবারও একই দাবি করেন।
শনিবারের টুইটার করে রাহুল গান্ধী যা জানিয়েছেন
শনিবার রাতে এক টুইট বার্তায় রাহুল গান্ধী বলেছিলেন, “ প্রধানমন্ত্রী এই তহবিলের একটি অডিট পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ এগুলি ছাড়াও অনুদান ও এর ব্যয়ের হিসাব জনগণের কাছে নিয়ে আসা উচিত।পিএসইউ এবং রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ পাবলিক সার্ভিস পিএম কেয়ারস ফান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”
এর আগেও রাহুল গান্ধী তথ্য দেওয়ার কথা জানান
কিন্তু খবর আছে কন্ট্রোলার এবং অডিটর জেনারেল করোনার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে এই তহবিলটি তদন্ত করতে পারে না। আর এই ফান্ডের এখনই অডিট করার উচিৎ কারণ দেশের জনগণের অনুদান জানার অধিকার আছে। তাই রাহুল গান্ধী প্রধানমন্ত্রী কেয়ারস তহবিল থেকে প্রাপ্ত ব্যয়ের হিসাব করতে বলে এসেছেন শুরু থেকেই। রাহুল গান্ধী বারবার সরকারকে অনুদানের জন্য জানানোর পরেও কিছু না হওয়ায় এই উদ্যোগ।