অফফর্ম কাটিয়ে দুরন্ত ছন্দে লোকেশ রাহুল, সমালোচকদের জবাব দিয়ে করলেন দুরন্ত শতরান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি আইপিএলটা ভালো যাচ্ছিল না তার। দল জিতলেও তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছিল প্রথম থেকেই। কিছুদিন আগে হবু স্ত্রী এবং শ্বশুর ম্যাচ দেখতে এসেছিলেন। তাদের সামনে রানের খাতা না খুলেই আউট হয়েছিলেন। ফলে হতে হয়েছিল চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার। ভেতরে হয়তো আক্ষেপের আগুনটা জ্বলছিল ধিক ধিক করে। জবাব দেওয়ার জন্য প্রতিপক্ষ হিসাবে বেছে নিলেন হতভাগ্য মুম্বাই ইন্ডিয়ান্স দলকে। দুরন্ত ব্যাটিং করে সমালোচকদের জবাব দিলেন রাহুল।

চলতি আইপিএলে এখনও অবধি মাত্র ১ জন ব্যাটার শতরানের দেখা পেয়েছিলেন। এখনও অবধি কোনও ভারতীয় ব্যাটার আইপিএলের পঞ্চদশ তম সংস্করণে এই মাইলফলক ছুঁতে পারেননি। সেই আফসোস কাটিয়ে আজ ৬০ বলে অপরাজিত ১০৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেললেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। তার ইনিংসটি সাজানো ছিল ৯ টি চার ও ৫ টি ছক্কা দিয়ে। তার আগে ৩৩ বলে সম্পূর্ণ করেছিলেন অর্ধশতরান।

LSG 1

যদিও রাহুলের শতরান সত্ত্বেও দুশোর গন্ডি অতিক্রম করতে পারেনি লখনউ। মুম্বাইয়ের সামনে জয়ের জন্য তারা ১৯৯ রান করে ঠিক ২০০ রানের লক্ষ্য রেখেছে। রাহুল বাদে কোনও ব্যাটারই খুব একটা প্রভাব ফেলতে পারেননি। এটি ছিল রাহুলের আইপিএলের ১০০ তম ম্যাচ। এই ম্যাচে নিজের তৃতীয় আইপিএল শতরান করে মুম্বাইকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলো তারা।

এর আগে ২০২২ আইপিএলের প্রথম শতরানকারী জস বাটলারও মুম্বাইয়ের বিরুদ্ধে শতরান করেছিলেন। চলতি মরশুমটা একেবারেই ভালো যাচ্ছে না তাদের। এখনও অবধি একটাও ম্যাচে জয় পায়নি তারা। প্রতিবেদনটি লেখার সময় তাদের স্কোর ১ উইকেট হারিয়ে ৪৯, ফিরে গেছেন অধিনায়ক রোহিত শর্মা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর