কালো পতাকা দেখালে গায়ে কালো দাগ পড়বে, সরাসরি হুমকি দিলেন রাহুল সিনহা

বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যেভাবে বিজেপি সরকারের বিরোধিতায় নেমেছে তৃণমূল সহ কংগ্রেস সিপিএম এবং অন্যান্য বিরোধী দলগুলি যা নিয়ে নতুন করে কোনও তথ্য হয়তো জানাবার নেই। তবে নিত্য নতুন যে ভাবে রাজ্যে নাগরিকত্ব আইন লাগু না হতে দেওয়ার জন্য বিরোধী দলগুলি আসতে আসতে একই সুর ছড়াচ্ছে তা নেহাতই চোখে পড়ার মতো। রাজ্যের শাসক শিবিরের তরফ থেকে ইতিমধ্যেই পদযাত্রা ও মিছিল এবং প্রতিবাদ সভা করা হয়েছে যদিও তা থেকে বাদ যায়নি সিপিএম। jpg 30

এক সময় রাজ্যের বিরোধী দল আজ যদিও আর বিরোধী শক্তিশালী দলের তকমা পায় না তবুও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদে পা মেলাতে ছাড়ছেন না সিপিএমের হেভিওয়েট নেতৃত্বরা। ইতিমধ্যেই সিপিএমের তরফ থেকে 8 জানুয়ারি তারিখে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি যে বিষয়টি সব থেকে বেশি মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে তা হল সিপিএমের কালো পতাকা দেখানো, যা নিয়ে রীতিমতো কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিন্হা।

সিপিএমের কালো পতাকা দেখাতে আসা নিয়ে রাহুল সিনহা রাজ্যে সিপিএমের মুখ কালো হয়ে গেছে বলে আক্রমণ শানান,একই সঙ্গে কালো পতাকা দেখাবার প্রয়োজন নেই বলেও জানান। পাশাপাশি এ রাজ্যে সিপিএমের কিছুই নেই বলেও মন্তব্য করেন সাংবাদিকদের সামনে। পাশাপাশি তিনি আরও বলেন কালো পতাকা যারা দেখতে আসবে তাদের গা হাত পা ও কালো হয়ে যাবে।

প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের প্রতিবাদে ১৯ ডিসেম্বর তারিখে বড়সড় পদযাত্রা মিছিল করেছে সিপিএম, অন্যদিকে অমিত শাহের বিল পাশ হওয়ার পর থেকে বিরোধীদল গুলি সুর চড়িয়েছে তাই তো নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে সুর চড়িয়ে সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী বলেছিলেন কেউ এনআরসি করতে এলেই মেরে তাড়ানো হবে।

সম্পর্কিত খবর