বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএলে (IPL) কিছুতেই ঠিকঠাক হচ্ছিল না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Night Riders) দলের ওপেনিং জুটি। ওপেনিংয়ে শুভমান গিল দুর্দান্ত পারফরম্যান্স করলেও নিজের ছন্দের ধারে কাছে ছিলেন না কলকাতার আরেক ওপেনার সুনীল নারিন। আর তাই বেশ কয়েকটি ম্যাচে শুরুতেই উইকেট হারিয়ে ফেলছিল কলকাতা নাইট রাইডার্স। যার ফলে চাপ বাড়ছিল কেকেআরের অন্যান্য ব্যাটসম্যানদের উপর। আর সেই কারণেই চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে নিজেদের ওপেনিং জুটিতে পরিবর্তন আনার চিন্তাভাবনা করে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। শুভমান গিলের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয় দিল্লির বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করা রাহুল ত্রিপাঠীকে।
আর কলকাতার হয়ে ওপেনিং করার সুযোগ পেয়ে সেটা পুরোপুরি ভাবে কাজে লাগালেন শুভমান গিল। প্রথম বার ওপেন করতে এসে কার্যত আগুন জড়ালেন রাহুল ত্রিপাঠী। দুর্দান্ত ব্যাটিং করলেন একা হাতে ম্যাচের রং পুরোপুরি ভাবে পাল্টে দিলেন রাহুল ত্রিপাঠি। প্রথম ম্যাচে ওপেন করতে নেমেই 51 বলে 81 রানের মারকাটারী ইনিংস এল রাহুল ত্রিপাঠী ব্যাট থেকে। রাহুল ত্রিপাঠীর এই ইনিংসটি সাজানো ছিল আটটি ছক্কা এবং তিনটি চার দিয়ে।
দিল্লি ক্যাপিটালস বিরুদ্ধে যখন ম্যাচ পুরোপুরিভাবে ঢলে পড়েছে দিল্লির দিকে সেই সময় আট নম্বরে ব্যাটিং করতে এসে 16 বলে 36 রানের দুর্দান্ত ইনিংস খেলে কেকেআর সমর্থকদের মনে আশার আলো জুগিয়েছিল রাহুল ত্রিপাঠী। রাহুল ত্রিপাঠীর সেই ইনিংস দেখার পরই কেকেআর টিম ম্যানেজমেন্ট তাকে সরাসরি ওপেনিংয়ে পাঠায়। যেটা রাহুল ত্রিপাঠীর সবথেকে পছন্দের ব্যাটিং পজিশন। আর নিজের পছন্দের ব্যাটিং পজিশনে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন রাহুল। 51 বলে 81 রানের মারকাটারী ইনিংস খেললেন তিনি। এই রাহুল ত্রিপাঠী মহেন্দ্র সিং ধোনির একজন সুপারম্যান। একসময় শুধুমাত্র ধোনির দেখা পাওয়ার জন্য ধোনির রাঁচির বাড়ির সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতেন তিনি। আর এইদিন ধোনির সামনে দুর্দান্ত পারফরম্যান্স করলেন তিনি। বলা ভালো নিজের সুপারফ্যানকে আউট করার জন্যই কার্যত ঘাম ছুটে গেল মহেন্দ্র সিং ধোনির কপালে।