‘রেল এখন অনাথ’, মমতার মন্তব্যের পাল্টা দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে রেলমন্ত্রী বললেন…

   

বাংলা হান্ট ডেস্কঃ সকাল পৌনে ৯টা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kolkata Sealdah Kanchanjungha Express) দুর্ঘটনার পর বিকেলে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। মন্ত্রীর সঙ্গেই ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। ঘটনাস্থলে পৌঁছেই রেলমন্ত্রী জানান, আপাতত উদ্ধারকাজ চলছে। কী কারণে এই দুর্ঘটনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

বিকেল ৪টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে শোক প্রকাশ করেন রেলমন্ত্রী। বলেন, “কীভাবে কী হয়েছে, সমস্ত কিছু তদন্ত করে দেখা হবে। এটা রাজনীতি করার সময় নয়। এখন আমাদের মূল লক্ষ্য সকলকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা। তারপর সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে।” সমস্ত ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী।

ফের যাতে এমন কিছু না হয়, সেই বিষয়ে সুনিশ্চিত করতে চেষ্টা জারি থাকবে বলেও জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী জানিয়েছেন উদ্ধারকার্য সম্পন্ন হয়েছে। কেউ আর ধ্বংসস্তূপে আটকে নেই। যত দ্রুত সম্ভব লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল শুরু করানো হবে।

এদিন বাংলার বুকে ভয়াবহ দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের ওপর ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী থাকাকালীন তিনি কী কী করেছেন সেই খতিয়ানও দেন মুখ্যমন্ত্রী। বিকালে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, ‘‘রেল এখন অনাথ হয়ে গিয়েছে। দেখার কেউ নেই।’’ যদিও মমতার এই মন্তব্যের প্রেক্ষিতে কোনো পাল্টা মন্তব্য করতে চান নি রেলমন্ত্রী। তিনি বলেন, ‘এখন রাজনীতি করার সময় না।’

train accident 7

আরও পড়ুন: ভোর থেকেই বিকল সিগন্যাল! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার নেপথ্যে হাড়হিম করা তথ্য

রবিবার সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি এনজেপি স্টেশনের আগে রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫ জন, আহতের সংখ্যা ৬০ এর বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রেলের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর