টাকা দিতে পারবে না রাজ্য! বঙ্গে ৭টি রেল ওভার ব্রিজ বানানোর দায়িত্ব একাই নিল কেন্দ্র

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের মোদী সরকারের (Central Government) বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সর্বদাই সরব মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকার (State Government)। কেন্দ্র টাকা আটকে রাখায় রাজ্যের ভাঁড়ার শুন্য, এ কথাও বহুবার বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর রাজ্যের কাছে টাকা নেই বলে এবার কেন্দ্রের পাঠানো উন্নয়ন প্রকল্প করতে পারবে না বলে ফেরত পাঠিয়ে দিল নবান্ন (Nabanna)।

গোটা দেশ জুড়ে রেল ব্যবস্থা উন্নয়নে বদ্ধপরিকর কেন্দ্র। সূত্রের খবর, রাজ্যে অবাধ ট্রেন চলাচলের লক্ষ্যে বাংলার বুকে ৭টি জায়গায় রেল লাইনের ওপর উড়ালপুল তৈরির প্রস্তাব দিয়েছিল রেল মন্ত্রক (Rail Ministry)। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নবান্ন। সূত্রের খবর, নবান্ন জানিয়েছে রাজ্যের কোষাগারে টাকা না থাকায় সেই প্রকল্প করানো সম্ভব নয়।

ওদিকে রাজ্য প্রস্তাব ফিরিয়ে দিতেই গোটা প্রকল্প নিজেদের খরচে করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। কেন্দ্র জানিয়েছে ৭টি রেল ওভারব্রিজ তৈরির পুরো টাকা দেবে তারা। তবে রাজ্য সরকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: তৃণমূলে থাকতেই মোদী অনুপ্রেরণা! যোগা করে কমিয়েছেন ২৪ কেজি, সুকান্তর সাথে কে এই মিতালি?

প্রসঙ্গত, চলতি বছরেই রাজ্যে ৩টি দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে কেন্দ্র। তবে দ্রুতগামী ট্রেন যাতায়াতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে লেভেল ক্রসিং। তাই ট্রেন চলাচল মসৃন করতে রাজ্যের ৭টি জায়গায় লেভেল ক্রসিংয়ের ওপর রেল ওভার ব্রিজ বানানোর প্রস্তাব দিয়েছিল কেন্দ্র সরকার।

rail

আরও পড়ুন: ৪-৪ টে ঘূর্ণাবর্ত! ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, তাণ্ডব চলবে দক্ষিণবঙ্গের এই সব জেলায়

জানিয়ে রাখি, নিয়ম অনুসারে এই ধরণের প্রকল্প রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে গড়ে ওঠে। তবে রাজ্য জানিয়েছে এই প্রকল্পে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও কোষাগারে টাকা না থাকায় সেই প্রকল্পে তারা অংশগ্রহণ করতে পারবে না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর