মাস্টারস্ট্রোক ভারতের! এবার জম্মু কাশ্মীর থেকে LoC পর্যন্ত ট্রেন চালাবে রেলের, ‘থ” চীন-পাকিস্তান

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েক বছরে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) সড়ক ব্যবস্থার প্রচুর উন্নতি হয়েছে। জানা যাচ্ছে, উত্তর রেলওয়ে শীঘ্রই বারামুলা থেকে সীমান্ত শহর উরি পর্যন্ত যা এলওসি-কে (LoC) সংযুক্ত করবে সেখানে রেললাইনের প্রসারের জন্য সমীক্ষা শুরু করবে।

উত্তর রেলওয়ে ৫০ কিলোমিটার দীর্ঘ বারামুলা (Baramulla) থেকে উরির (Uri) ট্রেন পরিষেবার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে একটি অনুমোদনের রিপোর্ট পেয়েছে। বর্তমানে ট্রেনটি উত্তর কাশ্মীরের বানিহাল থেকে বারামুলা পর্যন্ত ১৩৫.৫ কিলোমিটার চলে। রেলের এক আধিকারিক বলেন, ‘এই ট্রেনের অনুমোদন মিললে ৫০ কিলোমিটার দীর্ঘ এই পথে আকাশ পথে এবং সড়ক পথে সমীক্ষা করা হবে। যদি এই সমীক্ষা করতে খুব বেশি সময় লাগবে না। এই ৫০ কিলোমিটার দীর্ঘ রেলপথে ৬টিরও বেশি রেলস্টেশন স্থাপনের প্রস্তাব করা হয়েছে।’

বারামুলা থেকে উরি পর্যন্ত রেললাইনটি বারামুলা, শেরি, গন্তমুল্লা, বোনিয়ার, লিম্বার, নওগ্রাম, লাগামা এবং উরি শহরের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে দিয়ে যাবে। সীমান্তবর্তী শহর উরিতে রেল লাইনের সম্প্রসারণ হলে সেখানে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী ও অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) গত মার্চ মাসে জম্মু ও কাশ্মীরের সফরের সময় কাশ্মীরের রেল নেটওয়ার্ক চীন সীমান্ত পর্যন্ত প্রসারিত করা হবে বলে ঘোষণা করেছিলেন। উরির সীমান্ত এলাকা পর্যন্ত রেল সংযোগের সম্প্রসারণ হলে সেখানকার স্থানীয় মানুষদেরও যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

উরির ড্রাই ফ্রুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মদ আমিন বলেন, ‘উরি পর্যন্ত ট্রেনের সংযোগ বাড়ানোর হলে পণ্যগুলি ১০ দিনের পরিবর্তে ৩৬-৪৮ ঘণ্টার মধ্যে দিল্লিতে পৌঁছবে।’ এর ফলে সেখানকার ব্যবসায়ীদেরও ব্যাপক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Monojit

সম্পর্কিত খবর