বাংলা হান্ট ডেস্ক: রেলযাত্রীদের জন্য বড় খবর। এবার থেকে এক অ্যাপে পাবেন সব সমস্যার সমাধান। ভারতীয় রেলওয়ে (Indian Railways) নিয়ে এসেছে রেল ওয়ান (Rail One App) নামক একটি নতুন অ্যাপ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রেল ওয়ান ( Rail One App) অ্যাপটি উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।
Rail One App আসলে কী?
ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, এই রেল ওয়ান (RailOne) অ্যাপটির মাধ্যমে যেমন সংরক্ষিত, অসংরক্ষিত টিকিট বুকিংয়ের সুবিধা মিলবে। তেমনই এই অ্যাপটির মাধ্যমে, প্ল্যাটফর্ম টিকিট বুকিং করার সুবিধা মিলবে। এই অ্যাপের মাধ্যমে আপনি পাবেন রেলের (Indian Railways) সমস্ত আপডেট। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (CRIS) এর তৈরী এই অ্যাপটি ভারতজুড়ে সমস্ত যাত্রীদের জন্য ট্রেনের ভ্রমনকে আরও সহজ করে তুলবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
পাশাপাশি PNR স্ট্যাটাস চেকিং থেকে শুরু করে ট্রেনের লাইভ স্ট্যাটাস সমস্ত কিছুই জানা যাবে এই অ্যাপ ও ওয়েবসাইট এর মাধ্যমে। এমনকি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই নতুন অ্যাপটি উদ্বোধন করার সময় জানান, এই একটি অ্যাপেই মিলবে রেল সমস্ত পরিষেবা ।
এছাড়াও ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, এই অ্যাপটির মাধ্যমে একদিকে যেমন সুরক্ষিত-অ সুরক্ষিত টিকেট বুকিং এর সুবিধা মিলবে। পাশাপাশি ট্রেনের লাইভ লোকেশন চেকিং করতে পারবে যাত্রীরা। এমনকি যাত্রীরা এই অ্যাপ থেকেই জানতে পারবে নির্দিষ্ট স্টেশনে নিজের কোচ কোন জায়গায় থাকবে।
আরো পড়ুন: দক্ষিণবঙ্গে আজ থেকে আরও বাড়বে বৃষ্টি, কবে দুর্যোগ কাটবে? আজকের আবহাওয়া
এমনকি এই অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবে যাত্রীরা। এই ‘ রেল ওয়ান’ অ্যাপের মাধ্যমে রেল যাত্রীদের যাত্রা আরও সহজ ও ঝঞ্ঝাটহীন হবে বলে মনে করছে রেল দফতর। প্রযুক্তিকে ব্যবহার করে যাত্রীসেবা যাতে আরও উন্নতমানের করা যায় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।