ভারতেই আছে ‘মসজিদ’ রেল স্টেশন! এই নামকরণের কারণ জানলে হাঁ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের বিভিন্ন জায়গার নাম ভারতের প্রকৃতির মতো বৈচিত্র্যময়। ভারতে বিভিন্ন অঞ্চল বা এলাকার নাম সত্যিই অবাক করে দেয় আমাদের। তবে, শুধু যে এলাকার নাম এমনটাই নয়, সেই সঙ্গে রেল স্টেশনের (Rail Station) নামও বহু ক্ষেত্রেই অবাক করে দেওয়ার মত হয়। কিছু কিছু জায়গার নাম হয় সম্পূর্ণ আলাদা। এগুলোর পিছনে থাকে কোনও কারণ। আবার কিছু কিছু নামকরণের পিছনে থাকে অদ্ভুত সব গল্প।

ভারতীয় রেলের এমন কিছু স্টেশন আছে যার নাম শুনলে অনেকেই অবাক হয়ে যাবে। এই ব্যাপারে পূর্বে আমরা বিভিন্ন গল্প আপনাদের বলেছি। আজ আমরা বলতে চলেছি মুম্বাইয়ের (Mumbai) মসজিদ বন্দর রেল স্টেশনে সম্পর্কে। এখন প্রশ্ন হল এই ধরনের নামকরণের কারণ কী ? দক্ষিণ মুম্বাই অঞ্চলের একটি রেলওয়ে স্টেশন হল মসজিদ বন্দর রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি ভারতের অন্যতম প্রাচীন একটি স্টেশন।

এই স্টেশনে প্রথম রেল চলাচল শুরু হয় ১৮৭৭ সালে। এই স্টেশনের সাথে একটি মসজিদ যুক্ত থাকায় স্টেশনের নামের সাথে মসজিদ কথাটি রয়েছে। অন্যদিকে, মসজিদ বন্দর সেতু রয়েছে এই স্টেশনের পাশেই। যদিও এই স্টেশনের ইতিহাস সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। আশেপাশে পাইকারি বাজার থাকায় এই স্টেশনে প্রচুর পরিমাণে ভিড় হয়।

masjid

আয়রন মার্কেট রয়েছে এই স্টেশনের পূর্ব দিকে। ডায়মন্ড ট্রেডার্স মার্কেট রয়েছে এই স্টেশনের পশ্চিমে। এছাড়াও ছত্রপতি শিবাজী টার্মিনাস রয়েছে এই স্টেশনের খুব কাছে। এই টার্মিনাসে যাওয়ার সমস্ত ট্রেন মসজিদ বন্দর হয়েই যায়। আপনাদের বলে রাখি এই স্টেশন থেকে খানিকটা গেলেই পড়বে মুম্বা দেবী মন্দির। এই দেবীর নাম থেকে মুম্বাই কথাটি এসেছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর