Ekchokho.com 🇮🇳

যাত্রীদের সুবিধার্থে ওয়েটিং লিস্টে রেলের বড় নির্দেশ, বেঁধে দেওয়া হল সংখ্যা!

Published on:

Published on:

Rail Waiting List rule changed again new rule released by railway

বাংলা হান্ট ডেস্ক: জালিয়াতি রুখতে ট্রেনের ওয়েটিং লিস্ট (Rail Waiting List) লম্বা না করার সিদ্ধান্ত নিয়েছে রেল। গত ২০ জুন এই ওয়েটিং লিস্ট নিয়ে নয়া নিয়ম চালু করে রেল (Indian Railways) দফতর। কনফার্মড টিকিট নিয়ে যেভাবে এজেন্টদের বাড়াবাড়ি শুরু হয়েছিল তা রুখতেই ক্যাপিং ব্যবস্থা চালু করেছিল রেল দফতর। পাশাপাশি নতুন নির্দেশিকায় ২৫ শতাংশের বেশি ওয়েটিং লিস্ট থাকবে না এমনটাই জারি করা হয়েছিল। কিন্তু নতুন নির্দেশিকা বেরনোর সপ্তাহ দুয়েক পর রদবদল হলো সেই সিদ্ধান্তের। পাল্টে গেল ওয়েটিং লিস্টের নিয়ম।

ওয়েটিং লিস্টে টিকিট কাটার সংখ্যা বেঁধে দিল রেল (Rail Waiting List)

সম্প্রতি প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, কোন মেইল বা এক্সপ্রেসের নন এসি কিংবা ২এস কোচের ক্ষেত্রে কামরার আসন সংখ্যার ৪০ শতাংশ টিকিট ওয়েটিং লিস্ট তালিকা থেকে কাটা যাবে। এছাড়াও, থ্রি টায়ার এসি কামরার জন্য ৬০ শতাংশ টিকিট তালিকায় থাকবে। পাশাপাশি, টু টায়ার এসি কামরার ক্ষেত্রেও এই একই নিয়ম থাকছে।

তবে, শতাব্দী এক্সপ্রেস বা রাজধানী ট্রেনের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা আলাদা থাকবে। এক্ষেত্রে ফার্স্ট এসি-তে ৬০ শতাংশ ও বাকি সব ক্লাসে ৪০ শতাংশ ওয়েটিং লিস্ট থাকবে। রেলের এই বিজ্ঞপ্তিতে ২৫ শতাংশের ক্যাপিং হওয়ার পর বিষয়টা এরকম দাঁড়িয়েছিল, ১০০টি আসন থাকলে অতিরিক্ত ২৫ শতাংশ ‘ওয়েটিং’ হিসেবে করে রাখা যেত। মানে, ১০০টি টিকিট শেষ হয়ে গেলে ২৫ শতাংশ থেকে ওয়েটিং দেখানো হচ্ছিল। টিকিট কাটার পর তা বাতিল হলে অতিরিক্ত যে ২৫টি ক্যাপ ওয়েটিংয়ে রাখা রয়েছে সেখান থেকে কনফার্ম টিকিট হয়ে যেত। আর এই নিয়ম জুন মাসের শেষের দিক থেকে চালু করা হয়েছিল। তবে সেই নিয়ম এবার বদলে গেল।

Rail Waiting List rule changed again new rule released by railway

আরও পড়ুন: টানা ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি, আজ কোন জেলা কখন ভিজবে? আবহাওয়ার খবর

সূত্রের খবর, এই নিয়ম বদলের বিষয়ে রেল দফতর জানান, ট্রেনের টিকিটের দালাল চক্র বন্ধ করতে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। রেল দফতর আরও জানান, এই দালালরা যাত্রীদের থেকে মোটা টাকার বিনিময় ওয়েটিং লিস্টে (Waiting List) এর টিকিট কেটে দেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, সেই টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকেই না। আর রেলের টিকিট কাটার দালাল চক্র বন্ধ করতেই ওয়েটিং লিস্ট সীমিত করা হয়েছে বলে জানাল রেল।