ডিএ মিটেছে, এবার OPS-এর দাবিতে ধর্মঘটে সামিল হতে চলেছেন রেলকর্মীরা

বাংলা হান্ট ডেস্ক: এবার নয়া দাবি! পুরনো পেনশন স্কিমের দাবিতে (OPS) ধর্মঘটের (Strike) হাঁটতে চলেছেন রেলকর্মীরা। সম্প্রতি পুরনো পেনশন স্কিমের দাবিতে আন্দোলনের গতিপথ নির্ধারণ করতে কর্মচারী ইউনিয়নের তরফ থেকে গণভোটের আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, সেই ভোটে অধিকাংশ কর্মী ধর্মঘটের পক্ষে মত দিয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, পূর্ব-মধ্য রেলের কর্মচারী ইউনিয়নের মুখপাত্র এনকে খাওয়াস জানিয়েছেন, পূর্ব-মধ্য জোনের সব রেল ডিভিশনের কর্মীদের মধ্যেই এই গণভোটের আয়োজন করা হয়েছে। ভোটের ফল, পুরনো পেনশন স্কিম চালুর দাবি জানিয়ে সরকারকে চাপে ফেলতে ধর্মঘটের পথে হাঁটা উচিত। এই আবহে সত্যি সত্যিই ধর্মঘট হলে বিহার, ঝাড়খণ্ডের রেলযাত্রীদের চরম ভোগান্তি হতে পারে।

জানা গিয়েছে, গোপন ব্যালটের (Ballot) মাধ্যমে গণভোটের আয়োজন করা হয়েছিল। পূর্ব-মধ্য রেল জোনের ৫টি ডিভিশনের ১৪টি শাখায় কর্মীরা তাদের মতদান করেন। গত ২১ এবং ২২ নভেম্বর হয়েছিল এই ভোটগ্রহণ। এই গোপন ব্যালট পাঠানো হবে অল ইন্ডিয়া রেলওয়েমেনস ফেডারেশনে। সেখানে গণনা হবে এই ভোটের। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অধিকাংশ কর্মচারীই ধর্মঘটের পক্ষে মত দিয়েছেন।

dearness allowance hike

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) রেল কর্মীদের সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেনের তরফে একটি চিঠি লেখা হয়। রেল কর্মীদের দাবি, বেতন কাঠামো পর্যালোচনা করা হোক। তাতে মূল্যবৃদ্ধি অনুযায়ী বেতন বৃদ্ধি নিশ্চিত হবে। পাশাপাশি নতুন কমিশনের অপেক্ষা না করে পুরোনো ফর্মুলাতেই ম্যাট্রিক্স বদল করা যেতে পারে বলেও সুপারিশ রেলকর্মীদের সংগঠনের। উল্লেখ্য, সম্প্রতি চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন কেন্দ্র। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় যে ডিএ বকেয়া ছিল, সেই বকেয়া ডিএ-রও দাবি করেছেন রেলকর্মীরা।

 

 

 

Avatar
Monojit

সম্পর্কিত খবর