রেলে চাকরি! ৫,৮১০ শূন্যপদে নিয়োগ, আবেদন করুন এই ভাবে

Published on:

Published on:

Railway Recruitment opportunities for 5,810 vacancies applications open

বাংলা হান্ট ডেস্ক: চাকরিরবাজার মন্দার দিন গেলেও চাকরিকে চায়না বলুন তো। তার ওপর যদি স্থায়ী সরকারী চাকরি হয় তাহলে তো কোন কথাই নেই। কারণ ভারতীয় রেল চাকরি স্বপ্ন দেখায় এমন প্রতিটি প্রার্থীকে। এছাড়াও এবছর বিপুল পরিমাণে রেলওয়ে (Railway Recruitment) রিক্রুটমেন্ট করা হবে বলে ঘোষণা করল রেলওয়ে কর্তৃপক্ষ।

৫,৮১০ শূন্যপদে রেলের চাকরির সুযোগ, আবেদন শুরু (Railway Recruitment)

সম্প্রতি রেলে স্টেশন মাস্টার, ক্লার্ক-সহ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) বিভাগে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গোটা দেশে মোট ৫,৮১০টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে রেল। এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Railway Recruitment)।।

উল্লেখ্য, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে, এ বার প্রতি বছরই NTPC পদে কর্মী নিয়োগ করা হবে। রেলের এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ করা হবে। কলকাতা, মালদহ, ভুবনেশ্বর, চেন্নাই, গুয়াহাটি, জম্মু-শ্রীনগর সহ দেশের বিভিন্ন শহরে নিযুক্ত প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে (Railway Recruitment)।

Railway Recruitment opportunities for 5,810 vacancies applications open

আরও পড়ুন: ভাইফোঁটার মেনু নতুনভাবে সাজান, একঘেয়ে লুচি আলুর দম ছাড়াও রাখুন ভিন্ন স্বাদের পদ

আবেদনের ন্যূনতম শর্ত হচ্ছে প্রার্থীকে স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েট হতেই হবে। RRB NTPC গ্র্যাজুয়েট লেভেল নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে ২১ অক্টোবর থেকে। আবেদনের শেষ তারিখ আগামী ২০ নভেম্বর। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। এছাড়াও প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের মতো একাধিক পদে নিয়োগ করা হবে।

এছাড়াও এই চাকরির জন্য মোট শূন্য পদে রয়েছে ৫৮১০ টি। পাশাপাশি চাকরি প্রার্থীর জন্য বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। ও তপসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের সময়সীমার পাঁচ বছর ছাড়া আছে। ওবিসি প্রার্থীদের জন্য তিন বছরের ছাড় দেওয়া হবে। এছাড়াও প্রার্থীরা rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময় প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। তবে আবেদনে কোনও তথ্য অসম্পূর্ণ থাকলে বা কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্য ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সময় থাকবে (Railway Recruitment)।