বাংলাহান্ট ডেস্ক : রেলস্টেশন (Railway Station) দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ভারতের প্রায় প্রত্যেকটি প্রান্তেই রয়েছে কোনও না কোনও স্টেশন। স্টেশনের প্ল্যাটফর্মের উপর হলুদ রঙের বোর্ডের উপর কালো রং দিয়ে লেখা থাকে স্টেশনে নাম। ভারতের যে স্টেশনেই যান না কেন এই একই ডিজাইনে লেখা থাকে স্টেশনের (Railway Station) নাম।
রেলওয়ে স্টেশনের (Railway Station) হলুদ বোর্ডের ডিজাইন
তবে আপনাদের মনে কখনো প্রশ্ন জেগেছে কেন সব স্টেশনেই হলুদ রঙের (Yellow Board) বোর্ডের উপর কালো রঙ দিয়ে লেখা থাকে স্টেশনের নাম? হলুদ রঙের বোর্ডের উপর কালো (Black) রঙ দিয়ে স্টেশনের নাম লেখার পিছনে রয়েছে বিভিন্ন কারণ। আজ আমরা সেই কারণগুলি জেনে নেব এই প্রতিবেদনে।
আরোও পড়ুন : SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় বড় আপডেট, কী রায় দিল সুপ্রিম কোর্ট?
আলোক বর্ণালীতে তরঙ্গদৈর্ঘ্যের হিসাবে তৃতীয় স্থানে রয়েছে হলুদ রঙ। সবুজ ও কমলা রঙের মাঝখানে অবস্থান হলুদের। তরঙ্গদৈর্ঘ্যের হিসাবে সব থেকে প্রথমে রয়েছে লাল রঙ। তাই বহুদূর থেকে লাল রঙ দেখা যায়। বিপদ সংকেত বা সিগনালে তাই ব্যবহার করা হয় লাল রঙ। ৫৭০-৫৮০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য রয়েছে হলুদ রঙের।
আরোও পড়ুন : ‘এই ভাবনাটা যেন ভেঙে চুরমার না হয়ে যায়’, নির্যাতিতার বাবা-মায়ের পাশে দাঁড়িয়ে সুর চড়ালেন অঙ্কুশ
অনেক দূর থেকেই দৃশ্যমান হয় হলুদ। হলুদ রঙ যাত্রীরা অনেক দূর থেকে দেখতে পাবেন, সেই কারণেই স্টেশনের নাম হলুদ বোর্ডের উপর লেখা হয়। এই ব্যবস্থায় সবথেকে বেশি সুবিধা হয় ট্রেন (Train) চালকদের। দ্রুতগামী ট্রেন যখন কোনও চালক চালিয়ে নিয়ে যাচ্ছেন তখন হলুদ রঙের বোর্ডের উপর লেখা স্টেশনের নাম সহজেই পড়া যায়।
একটি স্টেশনে ট্রেন ঢোকার পর স্টেশনের নাম চালক সহজেই দেখতে পান। এছাড়াও বেশ কিছু কারণ রয়েছে হলুদ রঙ ব্যবহারের পিছনে। বৃষ্টি বা কুয়াশার কারণে যদি দৃশ্যমানতা কমে যায় তাহলেও সহজে চোখে পড়ে হলুদ রঙের বোর্ড। হলুদ রঙের বোর্ড সহজেই দৃষ্টিপাত করতে পারে। তাই স্টেশনের (Railway Station) নাম সব সময় হলুদ রঙের বোর্ডের উপর লেখা হয়।