বাংলা হান্ট ডেস্ক: পুজোর ঠিক প্রাক্কালেই এবার বড়সড় সুখবর সামনে আনল ভারতীয় রেল (Indian Railways)। মূলত, এবার চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় সুযোগ। ইতিমধ্যেই সেন্ট্রাল রেলওয়ের রিক্রুটমেন্ট সেলের তরফে প্রকাশ করা হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। বিপুল শূন্যপদে করা হবে নিয়োগ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মাধ্যমিক পাশ হলেই এক্ষেত্রে আবেদন করা যাবে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ সংক্রান্ত শূন্যপদের সংখ্যা, প্রার্থীদের বয়সসীমা, আবেদন ফি এবং নিয়োগ পদ্ধতি সহ বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
কোন পদে করা হবে নিয়োগ: প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, আপাতত অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট ২,৪০৯ টি শূন্যপদের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষাগত যোগ্যতা: এই শূন্যপদে আবেদন করার ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে দশম বা দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। এর পাশাপাশি, আবেদনকারীদের অবশ্যই ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা: এই আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা হতে হবে ১৫ বছর ও সর্বোচ্চ বয়সসীমা ২৪ বছর ধার্য করা হয়েছে।
আরও পড়ুন: সর্বোচ্চ গতি ঘন্টায় ৩৫০ কিমি! এবার সমুদ্রের ওপর দিয়ে প্রথম দ্রুতগামী ট্রেন পরিষেবা চালু করল চিন
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা সরাসরি রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট rrccr.com-এ গিয়ে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: Alto-র চেয়েও কম দাম! খরচ মাত্র ৭৫ পয়সা, ২০০০ টাকায় বুক করে ফেলুন দেশের সবথেকে সস্তা গাড়ি
আবেদন ফি: এক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
নিয়োগ পদ্ধতি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সেন্ট্রাল রেলওয়ের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, এক্ষেত্রে আবেদনকারীদের দশম বা দ্বাদশ শ্রেণি এবং আইটিআই-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। পাশাপাশি, ওই মেরিট লিস্টের ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।