শনিতে সাড়ে সর্বনাশ! শিয়ালদার ১২ শাখায় বাতিল ৪৩ লোকাল ট্রেন, সময় বদল ৩ টি এক্সপ্রেসের

বাংলা হান্ট ডেস্ক : ফের বিপাকে পড়লেন নিত্যযাত্রীরা। আগামী শনিবার শিয়ালদাহ (Sealdah) লাইনের বেশ কিছু ট্রেন বাতিল (Train Cancel) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার হাওড়া-শিয়ালদাহ ডিভিশনে ৬৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এর মধ্যে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ২২টি লোকাল ট্রেন এবং শিয়ালদাহ ডিভিশনে বাতিল থাকবে ৪৩টি লোকাল ট্রেন।

শিয়ালদাহ মেইন লাইনে দমদম স্টেশনে রেলের কাজের জন্য আট ঘন্টার জন্য পাওয়ার ব্লক রাখা হচ্ছে। এদিকে আবার বর্ধমান স্টেশনেও কাজ চলবে সেদিন। তাই শিয়ালদাহ ও হাওড়া লাইনে বেশ কিছু ট্রেন বাতিল রাখা হয়েছে।

শনিবার শিয়ালদাহ লাইনে যে ট্রেনগুলি বাতিল থাকবে

শিয়ালদাহ-বনগাঁ লোকাল: ৩৩৮১৩ ও ৩৩৮১৪, বাতিল থাকবে। শিয়ালদাহ-হাবরা লোকাল: ৩৩৬৫১, ৩৩৬৫৩,৩৩৬৫২, ৩৩৬৫৪, বাতিল থাকবে। শিয়ালদাহ-হাসনাবাদ লোকাল: ৩৩৫১১, ৩৩৫১২ বাতিল থাকবে। শিয়ালদাহ-ডানকুনি লোকাল: ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০ বাতিল থাকবে। শিয়ালদাহ-দত্তপুকুর লোকাল: ৩৩৬১৩, ৩৩৬১২, ৩৩৬১৬, বাতিল থাকবে। শিয়ালদাহ-শান্তিপুর লোকাল : ৩১৫১৩,৩১৫১৪ বাতিল থাকবে। শিয়ালদাহ-গেদে লোকাল : ৩১৯১১,৩১৯১৪ বাতিল থাকবে। শিয়ালদাহ-কৃষ্ণনগর লোকাল: ৩১৮১৩,৩১৮১৫,৩১৮০২,৩১৮০২ বাতিল থাকবে। শিয়ালদাহ-ব্যারাকপুর লোকাল: ৩১২১৩, ৩১২১৪ বাতিল থাকবে। শিয়ালদাহ-নৈহাটি-বজবজ: ৩১৪১১, ৩৪০৫২, ৩১০৫১, ৩১৪২২, ৩১৪৭১, ৩১৪১৮ বাতিল থাকবে। বজবজ-শিয়ালদাহ লোকাল: ৩৪১১৭,৩৪১১৮ বাতিল থাকবে। শিয়ালদাহ-রানাঘাট লোকাল:৩১৬১১, ৩১৬১৫, ৩১৬১২, ৩১৬১৪ বাতিল থাকবে ।

হাওড়া-বর্ধমান লাইনে যে ট্রেনগুলি বাতিল থাকবে

বর্ধমান-হাওড়া মেইন: ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮, ৩৭৮৪০, ৩৭৮৪২ ও ৩৭৮৪৮ লোকাল, বর্ধমান-হাওড়া কর্ড: ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪২, ৩৬৮৪৪, ৩৬৮৪৮ লোকাল, হাওড়া-বর্ধমান মেইন: ৩৭৮২৩, ৩৭৮২৫, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫ ও ৩৭৮৩৭ লোকাল, হাওড়া-বর্ধমান কর্ড: ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬৮৩১ লোকাল।

train

এছাড়াও ওই দিন তিনটি দূর পাল্লার সময় বদলেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাহ স্টেশন থেকে সকাল ৬:৫০ মিনিটের বদলে ছাড়বে সকাল ৭:৩৫ মিনিটে। হাজারদুয়ারি এক্সপ্রেস সকাল ৬:৫০ মিনিটের বদলে ৭:৫০ মিনিটে ছাড়বে। মৈত্রী এক্সপ্রেস শনিবার কলকাতা স্টেশন থেকে ৭:১০ মিনিটের বদলে ৮:৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে ছাড়বে।

সম্পর্কিত খবর