বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রেল (Indian Railways) করোনাভাইরাসের মহামারীর সময় গোটা দেশে ফেঁসে থাকা মানুষদের জন্য বড় স্বস্তির খবর দিলো। এবার থেকে যাত্রীরা অনলাইন ছাড়া রেলওয়ে স্টেশন কাউন্টার থেকে টিকিট বুক করতে পারবেন। আজ থেকে এই পরিষেবা চালু করছে রেল। কাউন্টার থেকে টিকিট বুকিং করার সিদ্ধান্তে রেলের কোটি কোটি যাত্রীরা উপকৃত হবেন।
আপনাদের জানিয়ে দিই, করোনার সংক্রমণ রোখার জন্য স্টেশনের কাউন্টার গুলো থেকে টিকিট বুকিং বন্ধ করে দিয়েছিল ভারতীয় রেল। এতদিন পর্যন্ত যেই ট্রেন গুলো চলছিল, তাঁর জন্য অনলাইন টিকিট বুকিং করতে হত। কিন্তু এবার থেকে যাত্রীদের জন্য কাউন্টার বুকিংও শুরু করল রেল।
রেল যাত্রীরা এবার স্টেশন থেকে সংরক্ষিত টিকিট বুক করতে পারবেন। রেলওয়ের একটি বয়ান অনুযায়ী, সংরক্ষিত যাত্রার জন্য যাত্রীরা স্টেশনের কাউন্টার থেকেই টিকিট বুকিং এর সুবিধা পাবেন। টিকিট বুকিং এর সময় সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখা অত্যন্ত জরুরী।
উল্লেখ্য, রেল মন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন যে, সাধারণ মানুষদের জন্য খুব শীঘ্রই স্টেশন থেকে বুকিং শুরু হবে। এরজন্য রেলওয়ে বিভাগের টিম সুরক্ষার বন্দোবস্তের সমীক্ষা করবে। আর সবরকম পরিস্থিতি খতিয়ে দেখার পর মানুষের জন্য টিকিট কাউন্টার খুলে দেওয়া হবে।