বাংলাহান্ট ডেস্কঃ দেশে করোনার (Corona) প্রকোপ বেড়েই চলেছে। দিনে দিনে রেকর্ড ভেঙে করোনা আক্রান্ত হচ্ছেন মানুষজন। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। তদুপরি গা ছাড়া মনোভাব মানুষজনের। সংক্রমণে রাশ টানতে ইতিমধ্যেই একাধিক রাজ্যে জারি হয়েছে সাময়িক কারফিউ এবং লকডাউনও।
এবার কড়া হল ভারতীয় রেল (Indian Railway)। করোনার বাড়বড়ন্তের মধ্যেও যাত্রীদের করোনা বিধিকে থোড়ায় কেয়ারকে লক্ষ্য করে জারি করা হয়েছে নয়া নির্দেশিকা (New Guideline)। এই নয়া গাইডলাইন না মানলে গুনতে হবে মোটা টাকার জরিমানা। রেলের তরফে যুক্তি দিয়ে বলা হয়েছে, দেশের করোনা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে, মোটা অঙ্কের জরিমানা না করলে মানুষকে করোনা বিধি মানতে বাধ্য করা সম্ভব হচ্ছে না।
রেলের তরফে এদিন নির্দেশিকা জারি করে বলা হয়, রেল চত্বরে প্রবেশ করলে, বা ট্রেন অথবা স্টেশনে মাস্ক না পরে থাকলে জরিমানা দিতে হবে ৫০০ টাকা। মূলত রেল চত্বরে মানুষকে করোনার হাত থেকে বাঁচাতে রেলের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। রেলের তরফে জানানো হয়, এই নির্দেশিকা জারি থাকবে আগামী ৬ মাস। এমনকি এটি লাগু থাকবে গোটা দেশে।
উল্লেখ্য, করোনা দ্বিতীয় ঢেউয়ে দেশ যখন বিপর্যস্ত, তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে গতবছরের লকডাউন পর্বের কিছু স্টেশনের মুহূর্ত। যেখানে দেখা যাচ্ছে, মানুষজন বাড়ি ফিরতে পারছেন না, ভিড়ের মধ্যে আতঙ্কের ছাপ তাঁদের মুখে লক্ষ্য করা যাচ্ছে। ভাইরাল হওয়া সেই সব ছবি দেখে বিভ্রান্ত হতে থাকেন যাত্রীরা। বিষয়টি নজরে আসে রেলের। তারপরই রেলের তরফে জানানো হয়, এখনই ট্রেন চলাচল বন্ধের কোনও পরিকল্পনা নেই। তবে করোনা সুরক্ষা বলয়কে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে আরপিএফকে বলে জানা যায়।