বাংলাহান্ট ডেস্ক : সমাজ মাধ্যমে অভিনেতা অভিনেত্রীদের ট্রোলিং-এর ঘটনা নতুন কিছু নয়, প্রায়শই এরকম নানান ঘটনা খবরের শিরোনামে উঠে আসে। কিন্তু তাই বলে সরাসরি ফোনে হুমকি? হ্যাঁ, এমনই অনভিপ্রেত ঘটনা ঘটল রাইমা সেনের সঙ্গে। বলা ভালো একেবারে বেনজির ঘটনার সাক্ষী থাকলেন তিনি এবং তার পরিবার।
বাড়ির ল্যান্ডলাইন ফোনে বারে বারে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কিন্তু কেন হুমকি দেওয়া হচ্ছে? কী বলা হচ্ছে ফোনের ওপার থেকে? সম্প্রতি ‘মা কালী’ নামে একটি বলিউড সিনেমাতে অভিনয় করেছেন টলি কুইন রাইমা সেন। ১৯৪৬ সালের ১৬ অগস্টের সাম্প্রদায়িক হিংসা নিয়ে ছবির প্রেক্ষাপট।
আরোও পড়ুন : IPL-র মরশুমে দুঃসংবাদ! মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত তারকা ক্রিকেটার, শোকস্তব্ধ ভক্তরা
ইতিহাসে যা ‘ডিরেক্ট অ্যাকশন ডে’ কিংবা ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত এই ঘটনা। সম্প্রতি রাইমা অভিনীত এই ছবির একাধিক পোস্টার সামনে এসেছে। আর ঠিক তার পর থেকেই নাকি অভিনেত্রীর কলকাতার বাড়ির ল্যান্ডলাইন ফোনে ফোন কি ফোন আসছে। অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি লাগাতার এই ফোন করে যাচ্ছে বলে অভিযোগ।
আরোও পড়ুন : কবে ঈদের চাঁদ দেখবে ভারতবাসী? জানুন, ১০ নাকি ১১ এপ্রিল থাকছে সরকারি ছুটি
সামনেই লোকসভা ভোটে। ঠিক তার আগেই ‘মা কালী’ সিনেমাটিকে ‘প্রোপাগান্ডা মুভি’ হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? তার জন্যই কি এই হুমকি? প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। এই প্রসঙ্গে অভিনেত্রী কী বলছেন? একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে অভিনেত্রী হুমকির ফোনের বিষয়টি অবশ্য স্বীকার করে নিয়েছেন।
তিনি বলেন, ‘‘আমি অবাক! এ রকমও যে হতে পারে আমার কোনও ধারণাই ছিল না। হিন্দি ও বাংলা ভাষায় রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে।’’ এর সঙ্গে তিনি আরও জানান, এমন অকথ্য ভাষায় হুমকি আসছে যে তা বলার অযোগ্য। অভিনেত্রী জানিয়েছেন ছবি না দেখে তার আগে থেকেই কোন রকম কুমন্তব্য করা ঠিক নয়।