বাংলা হান্ট ডেস্ক: বিদায় বেলায় খেল দেখাচ্ছে শীত। ফেব্রুয়ারী মাসের শুরু থেকেই রাজ্য জুড়ে ফিরেছে শীতের (Winter) আমেজ। দুই বঙ্গেই বেশ খানিকটা নেমেছে তাপমাত্রা। যদিও এই শীত আর বেশিদিন স্থায়ী হবেনা বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১০ দিনেই এ বছরের মত পাকাপাকিভাবে বিদায় নিতে পারে শীত।
আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Alipore Weather Office), এই মুহূর্তে রাজ্যে উত্তর-পশ্চিমী বায়ু ঢুকছে। এর জেরেই রাজ্যে কমছে তাপমাত্রা (Temperature)। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের থেতে ৩ ডিগ্রি কম।
আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের ৬ জেলা বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান,পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। রবিবার ও সোমবার কোনও রকমের বৃষ্টিপাতের সতর্কতা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷
এদিকে মঙ্গলবার থেকেই বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার সরস্বতী পুজোর দিন আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। সেদিন বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
আরও পড়ুন: ‘এ’, ‘বি’ ‘সি’! লোকসভা ভোটে কিভাবে প্রার্থী নির্বাচন করছে বঙ্গ বিজেপি? জানলে অবাক হবেন
এদিকে আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। একধাক্কায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে রাজ্যে। আগামী উত্তরবঙ্গের কোনও জেলায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। ১৪ ফেব্রুয়ারি মালদহে বৃষ্টিপাত হতে পারে৷ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।