বৃষ্টিই ফেরাতে পারে ভারতের ভাগ্য, অতীতের উদাহরণ কিন্তু দিচ্ছে তেমনই ইঙ্গিত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্টে স্পষ্টতই এগিয়ে দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। আয়োজক দলকে ২৪০ রানের লক্ষ্য দিয়েছে ভারতীয় দল। চতুর্থ দিনে অর্থাৎ আজ বৃহস্পতিবার বৃষ্টির কারণে প্রথম সেশন খেলা সম্ভব হয়নি। এখনও বৃষ্টি চলছে। এমন পরিস্থিতিতে দ্বিতীয় সেশনের খেলাও শুরু হওয়া কঠিন। তবে এর পরেও যা সময় থাকবে তাতে ম্যাচ শেষ হতে সমস্যা থাকবে না। ভারতের দেওয়া ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কাল ২ উইকেট হারিয়ে ১১৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে জিততে হলে তাদের আরও ১২২ রান করতে হবে। হাতে রয়েছে ৮ টি উইকেট। [18:09, 06/01/2022] ঋতব্রত: বৃষ্টি চলাকালীন মাঠে নামতে না পারায় উৎকণ্ঠা বাড়বে দক্ষিণ আফ্রিকা দলেরই। কারণ ম্যাচে সুবিধাজনক অবস্থায় রয়েছে তারা। তারা চাইবে যত দ্রুত সম্ভব নিজেদের জয় নিশ্চিত করতে। তাই বৃষ্টি তাদের মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে পারে। আর এমনও নয় ভারত অতীতে এমন পরিস্থিতি থেকে দক্ষিণ আফ্রিকাকে হারায়নি।

দক্ষিণ আফ্রিকা দল যখন আবার ব্যাট করতে নামবে, তখন নিশ্চয়ই ভাববে ১০ বছর আগের ঘটনার কথা। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স মাঠে খেলা সেই ম্যাচে ডিন এলগারও মাঠে ছিলেন এবং শেষ পর্যন্ত ৮৬ রানে অপরাজিত ছিলেন। কিন্তু দলের পরাজয় এড়াতে পারেননি তিনি। ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেবার মাত্র ৫৩ রানে শেষ ৯ উইকেট হারিয়েছিল দলটি। সেবার এক সময় তাদের দলের স্কোর ছিল এক উইকেটে হারিয়ে ১২৪ রান।

aaaaaaaa team india 1720x1000

চার বছর আগেও এমন অসম্ভব কাজ করেছে ভারত। দক্ষিণ আফ্রিকা দল ম্যাচে সুবিধাজনক অবস্থানে ছিল। সেবার মাত্র ৪ রান করে আউট হয়েছিলেন ওপেনার এইডেন মার্করাম। তবে এরপর দ্বিতীয় উইকেটে ১১৯ রান যোগ করেন ডিন এলগার ও হাশিম আমলা (৫২)। আমলাকে ফেরান ইশান্ত শর্মা। এর পর বুমরা এবি ডিভিলিয়ার্সকে ৬ রানে আউট করেন। দলের শেষ ৭ ব্যাটসম্যানের মধ্যে খাতা খুলতে পারেননি ৪ জন। মহম্মদ শামি সেই ম্যাচে ১২.৩ ওভার হাত ঘুরিয়ে ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন।

ভারতীয় দলও তাই এখনও প্রত্যাবর্তনের স্বপ্ন দেখবে। এই ম্যাচের আগে এই মাঠে দুই দেশের মধ্যে ৫টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। ভারত জিতেছে ২টিতে, আর ৩টি ম্যাচ ড্র হয়েছে। সেই সঙ্গে এই ম্যাচে ভারতীয় দল জিততে পারলে দক্ষিণ আফ্রিকায় ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো টেস্ট সিরিজও দখল করবে তারা। ফলে আশা হারাচ্ছেন না রাহুল-রা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর