বাংলা হান্ট ডেস্ক: হাড়হিম করা শীত জ্বালিয়েছি বেশ কিছুদিন। বর্তমানে উত্তরে খানিক শীতের আমেজ থাকলেও দিনের বেলায় দক্ষিণবঙ্গবাসীর রীতিমতো ঘাম ঝরছে। আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, আজ থেকে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস ওপরে।
আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাত হবে না। মোটের ওপর শুষ্কই থাকবে আবহাওয়া। তবে আগামীকাল থেকেই ভোল পরিবর্তন। উত্তর থেকে দক্ষিণ, বুধবার থেকে বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা। রেহাই পাবেনা কলকাতাও। রোদের খেল, সেইসঙ্গে দোসর হবে বৃষ্টি।
বসন্তে ঝড়-বৃষ্টি কোথায় কোথায়? বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা কলকাতাও।
বৃহস্পতিতে হলুদ সতর্কতা দক্ষিণের সব জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা শুক্রেও। পাশাপাশি প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামীকাল বুধবার অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এই সমস্ত জেলায় জারি রয়েছে সতর্কতা।
আরও পড়ুন: রাজ্যের আপত্তি ডোন্ট কেয়ার! প্রধান বিচারপতির অনুমতি নিয়ে এবার সন্দেশখালিতে শুভেন্দু
অন্যদিকে উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এরপর বৃহস্পতি, শুক্র এবং শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতি এবং শুক্রবার উত্তরের জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।