বাংলাহান্ট ডেস্ক: রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে কলকাতা। জল না সরতেই আলিপুর আবহাওয়া দপ্তর আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল। পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির কারণে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। আবহাওয়াবিদরা জানিয়েছেন এ ঘূর্ণাবর্তের ফলে আজ দিনভর চলবে ভারী বৃষ্টি।
গতকালের বৃষ্টিতে জল জমে গিয়েছে যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, ইকবালপুর, মানিকতলা, বেলগাছিয়া উল্টোডাঙ্গা কালীঘাট ও আরও বিভিন্ন জায়গায়। জল ঢুকে গিয়েছে বহু বাড়িতে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ।