বাংলাহান্ট ডেস্কঃ সপ্তাহের শেষেই আরেকবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে পুবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘর্ষে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আর তার ফলেই রাজ্যে ফের বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।আগামী ৭২ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। তবে আগামী ২৪ ঘণ্টা বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন অংশে।
রবিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। এদিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ছিল। কিন্তু সোমবার থেকেই আবার ঝলমলে রোদ উঠতে দেখা গেছে সারা আকাশ জুড়ে। তবে সপ্তাহের শেষের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া দফতর (Weather Office)। কালবৈশাখীর সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুতসহ (Thunderstorm) বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে সমগ্র রাজ্য জুড়ে।
পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে (Kashmir) ঢুকে রাজস্থানের ওপর একটি নিম্নচাপ তৈরি করেছে। যার জেরে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লী সহ উত্তর- পশ্চিমের রাজ্য গুলিতে রয়েছে বৃষ্টির সম্ভবনা।
শীত কাটিয়ে বসন্ত আসতেই সাধারনভাবে আবহাওয়া পরিবর্তনের কারনে অসুস্থ হয়ে পড়ে মানুষ। এই সময় মাথা চাড়া দিয়ে ওঠে জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গগুলো। এবছর পাশাপাশি ছড়িয়েছে করোনা আতঙ্ক, যার উপসর্গগুলি সাধারণ জ্বর-সর্দি-কাশির মতোই। ফলে আতঙ্কের পরিস্থিতি দেশ ও রাজ্যজুড়ে।